এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ মার্চ : বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের পরধর্ম অসহিষ্ণুতা ও ঘৃণ্য মৌলবাদী মানসিকতা ক্রমশ সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে । বাংলাদেশি মুসলিম যুবকরা নিজের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ও হিন্দু দেবদেবীদের প্রতি ঠিক কি প্রকার ঘৃণ্য মানসিকতা পোষণ করে তার নজির পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল হওয়া তিনটি ভিডিও । তার মধ্যে প্রথম ভিডিওতে দেবী কালীর মূর্তি লাথি মেরে ও লাঠি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা গেল দুই মুসলিম যুবককে । দ্বিতীয় ভিডিওতে অন্য এক মুসলিম যুবককে ভগবান শিবের একটা মুর্তি নিয়ে বিদ্রুপ করতে দেখা যায় । তৃতীয় ভিডিওতে দুই মসলিম যুবককে দেবী কালীর কাঠামোতে আগুন ধরাতে দেখা যায় ।
প্রথম ভিডিওতে দেবী কালীমূর্তির অবমাননার সময় ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা গেছে, ‘কিছুদিন আগে প্রোফাইল লাল করে সরকারকে দেশছাড়া করেছি । আর এখন যদি প্রোফাইলে আল্লাহু লাগাই তাহলে পুরো হিন্দু সম্প্রদায়কে দেশছাড়া করব ইনশাল্লাহ ।’ দ্বিতীয় ভিডিওতে ভগবান মহাদেবের একটা ছোট মূর্তি হাতে নিয়ে একজন মুসলিম যুবককে বলতে শোনা গেছে, ‘দেখেন ভাই, হিন্দুরা এটাকে সৃষ্টিকর্তা মনে করে । এটা কিন্তু কিছুই নয়, এটা মাটির জাস্ট পুতুল । যে নিজেকে নিজের রক্ষা করতে পারে না সে কিভাবে সৃষ্টিকর্তা হয় ? আর হিন্দুদের মধ্যে যে পন্ডিত আছে সে এক নম্বর বহি#চো#। ও এটা কিভাবে বলে যে সৃষ্টিকর্তা ।’ তৃতীয় ভিডিওতে দেবীকালির কাঠামোয় দুই মুসলিম যুবকের শুকনো পাতা দিয়ে আগুন ধরানোর সময় ব্যাকগ্রাউন্ডে ইসলামিক গান শোনা গেছে ।
ওই তিনটি ভিডিও সনাতনী কন্ঠস্বর নামে এটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে । সেই সাথে ওই জঙ্গি গুলোকে গ্রেপ্তারের দাবি জানিয়ে লেখা হয়েছে,’টিকটকার মো: জুবায়েদ (ঠিকানা জানিনা, যত দ্রুত শেয়ার করে প্রচার হবে তত তাড়াতাড়ি ঠিকানা জানতে পারবো) । জুবায়েদ বিভিন্ন সময় প্রকাশ্যে নানা অপরাধ করে এখন সাধারণ জীবনযাপন করছে। অপরাধগুলোর মধ্যে –
১. হিন্দুদের দেশ ত্যাগের হুমকি । ২. প্রতিমা ভাং’চুরের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাত । আরো নানান অপরাধে জড়িত।
তার টিকটক আইডির লিংক:- (https://www.tiktok. com/@md.jubayed4062?_t=ZS-8ucWq4qllrt&_r=1) । প্রশাসনের নিকট আকুল আবেদন যত দ্রুত সম্ভব অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করুন।’ একইভাবে অভ্রনীল হিন্দু নামে একটি এক্স অ্যাকাউন্টে তিনটি ভিডিও শেয়ার করে একই কথা লেখা হয়েছে ।।