এইদিন ওয়েবডেস্ক,রংপুর(বাংলাদেশ),০৬ মার্চ : বাংলাদেশ থেকে একটা ন্যাক্কারজনক ঘটনা সামনে এসেছে । এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর সমকামী ভিডিও করল বাংলাদেশের মুসলিম কিশোরের দল । বাংলাদেশের রংপুরের ঘটনা । জানা গেছে, গত ৩ মার্চ রাতে, স্থানীয় মুসলিম কিশোরদের গ্যাং ও দুর্বৃত্তদের একটি দল—মহম্মদ শুভ (১৮), মহম্মদ নাইম (১৯), মহম্মদ জিহাদ (১৮) এবং মহম্মদ কাদের (১৮)—রংপুর পৌর বাজার এলাকা থেকে ২৫ বছর বয়সী এক যুবককে অপহরণ করে। অপহরণের পর, তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়, তার মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে।
অপহৃত যুবকের মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং বিকাশের মাধ্যমে ২৫,৫০০ টাকা আদায় করতে সক্ষম হয়। পুরো মুক্তিপণ না পাওয়ায়, মহম্মদ নাইম ও মহম্মদ জিহাদ অপহৃত যুবককে যৌন নির্যাতন করে এবং সেই অশ্লীল দৃশ্য নিজেদের স্মার্টফোনে ভিডিও রেকয়করে। তারা হুমকি দেয় যে, বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে। পরে, তারা যুবককে ছেড়ে দেয়।
এদিকে মুক্ত হওয়ার পর ধর্ষিত যুবক দ্রুত স্থানীয় থানায় ও সেনা ক্যাম্পে গিয়ে এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে, ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে পুলিশসহ একটি যৌথ টহলদারী দল “কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন” পরিচালনা করে এবং রংপুরের সুইপার কলোনি এলাকা থেকে অপহরণকারীদের একে একে গ্রেপ্তার করে। পরবর্তীতে, তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।।