এইদিন ওয়েবডেস্ক,মালেশিয়া,০২ এপ্রিল : ইফতারের সময় একজন পাকিস্তানি শ্রমিকের ভাগের কমলালেবুর রস খেয়ে ফেলেছিল বাংলাদেশি সহকর্মী ৷ তার জেরে ওই বাংলাদেশিকে ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করল পাকিস্তানি নাগরিক । ঘটনাটি ঘটেছে ইসলামী রাষ্ট্র মালেশিয়ার শাহ আলম জেলায় । পুলিশ ঘাতক মোহাম্মদ জুবেরকে ( Mohammad Zubair) গ্রেফতার করেছে । নিহত বাংলাদেশী মুনওয়ার ফারুকির (Munawar Faruqui) মৃতদেহের ময়নাতদন্তের পর বাংলাদেশের নিয়ে এসে কবরস্থ করা হয় ।
ঘটনার বিবরণী জানা গেছে,৪৯ বছরের মুনওয়ার ফারুকি ও ৫১ বছরের মোহাম্মদ জুবের মালেশিয়ার শাহ আলম জেলায় একটি কনন্টেনার তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন । তারা কারখানার হোস্টেলের একটি ঘরে থাকছিলেন । গত ১৯ মার্চ কারখানা কর্তৃপক্ষ ইফতারের আয়োজন করেছিল । শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল খাদ্য সামগ্রী । মোহাম্মদ জুবের সেই সময় ঘরে ছিলাম না । আর এই সুযোগে মুনওয়ার ফারুকি মোহাম্মদ জুবেরের ভাগের কমলালেবুর রস খেয়ে নেয় । ঘরে ফেরার পর বিষয়টি জুবেরের নজরে পড়লে সে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে । এরপর সে হোস্টেলের রান্নাঘর থেকে সবজি কাটার একটা ছুরি নিয়ে আসে । সেই ছুটি দিয়ে মুনওয়ার ফারুকিকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ।
জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনাটি পার্শ্ববর্তী ঘরের এক শ্রমিকের নজরে পড়লে সে পুলিশে খবর দেয় । এরপর পুলিশ এসে মুনওয়ার ফারুকিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পাশাপাশি গ্রেফতার করা হয় ঘাতক মোহাম্মদ জুবেরকে । তাকে আদালতে তোলা হলে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
মালেশিয়ার আইন অনুযায়ী, ঘাতক মোহাম্মদ জুবেরকে ১,২০০ বার বেত্রাঘাত করা হতে পারে । পাশাপাশি দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০-৪০ বছরের কারাদণ্ডের শাস্তির মুখে পড়তে হতে পারে ধৃত পাকিস্তানিকে ।।