এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,০৬ সেপ্টেম্বর : পাকিস্তানি মহিলা সীমা হায়দারের পর এবার বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক তরুনী প্রেমের টানে ভারতে এসেছেন । প্রেমের টানে প্রায় ২,২০০ কিলোমিটার পাড়ি দিয়ে উম্মে হাবিবা ওরফে মধু (৩০) নামে ওই তরুনী পালিয়ে এসেছেন রাজস্থানের অনুপগড়ের বাসিন্দা রোশন সিংয়ের কাছে । তবে রোশন বিবাহিত এবং তার এক সন্তানও রয়েছে বলে জানা গেছে । উম্মে হাবিবা জানিয়েছেন যে তিনি আর বাংলাদেশে ফিরতে চাননা,প্রেমিকের সঙ্গেই থাকতে চান । রাওলা (অনুপগড়) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমেশ কুমার জানান,ওই বাংলাদেশী তরুনী পর্যটক ভিসায় ভারতে এসেছেন ।প্রেমিক প্রেমিকাকে থানায় রাখা হয়েছে এবং উম্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তিনি আরও জানান,তরুনীর কাছ থেকে ২০০০ টাকার বাংলাদেশি মুদ্রা (টাকা) পাওয়া গেছে ।
জানা গেছে,সোশ্যাল মিডিয়া ‘ইয়ালা ভয়েস চ্যাট’-এর মাধ্যমে মাস ছয়েক আগে রোশন সিংয়ের বন্ধুত্ব গড়ে উঠেছিল উম্মে হাবিবার । বন্ধুত্ব থেকে ক্রমে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । দুজনের মধ্যে ভিডিও কলও হয়েছে একাধিকবার । এরপর গত ৩ সেপ্টেম্বর সকালে বিকানের রেলস্টেশনে পৌঁছান হাবিবা । রোশান তাকে নিতে বিকানেরে পৌঁছায় । হাবিবা দুই দিন রওশনের বাড়িতে থাকেন। মঙ্গলবার বিকেলে কেউ একজন রাওলা থানায় বিষয়টি জানায় । খবর পেয়ে পুলিশ উম্মে হাবিবা ও রওশনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রোশানের বোন সন্তোষ কৌর জানান,গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তাদের বাড়িতে আসেন হাবিবা। তিনি ঢাকা থেকে দিল্লি হয়ে কলকাতা হয়ে বিকানেরে পৌঁছান।
রওশনের মা কৃষ্ণা বাই জানান,তার ছেলে রোশনের দুই বছর আগে রোজদী এলাকার বাসিন্দা সোমা বাইকের সঙ্গে বিয়ে হয়েছে । রোশানের ৭ মাস বয়সী একটি ছেলেও রয়েছে। সোমা বাই পুজোর অনুষ্ঠানে যোগ দিতে ৩ সেপ্টেম্বর সকালে সিরসা গিয়েছে । আর ওইদিনই তাদের বাড়িতে আসে হাবিবা । তার ছেলের বান্ধবী হিন্দিতে কথা বলছিল । তবে সে পাঞ্জাবি ভাষা বোঝেন না। বাংলাদেশে ফিরতে চান না হাবিবা। সে শুধু ভারতেই থাকতে চায় বলে জানিয়েছে ।
স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য গোপী রাম ভুকার জানান, গ্রামে এক বাংলাদেশি তরুনীর আসার খবর প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এ ব্যাপারে গ্রামবাসীর তরফ থেকে প্রশাসনকে সহযোগিতা করা হবে। তিনি বলেন, তারা যে কোনো উপায়ে বাংলাদেশি তরুণীকে তার দেশে ফেরত পাঠানোর চেষ্টা করবেন ।।
তথ্যসূত্র ও ছবি সৌজন্যে কানাডা প্রভা ।