এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ ডিসেম্বর : হিন্দুদের কাছে গোমাতা পূজ্য প্রাণী । কিন্তু মুসলিমরা সেই গরুকেই জবাই করে তার মাংস খায় । এই দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধের এটা একটা বড় কারন বলে মনে করা হয় । সেই কারনে হিন্দু খরিদ্দারদের কথা মাথায় রেখে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বহু হোটেল ও রেস্টুরেন্টে গোমাংসের কোনো পদ রাখা হয়নি । আর এতে বেজায় চটেছে শহর এলাকার মুসলিমরা । কারন তারা গোমাংস খেতে ইচ্ছুক । আর তাদের এই ইচ্ছার পিছনে যে সেদেশের হিন্দুদের উত্যক্ত করা, এটা দিনের আলোর মত স্পষ্ট ।
এতদিন তারা এনিয়ে চুপ থাকলেও শেখ হাসিনাকে উৎখাত ও দেশ ছাড়া করার পর বেরিয়ে আসছে তাদের আসল স্বরূপ । সদ্য জিহাদি হয়ে ওঠা ওই পাকিস্তানপন্থীরা এখন হোটেল ও রেস্টুরেন্টে ‘গোমাংস মেনু’ না থাকায় ব্যাপক উৎপাত শুরু করে দিয়েছে । এমনকি ‘গোমাংস মেনু’ না হোটেল ও রেস্টুরেন্টগুলিকে তারা সম্প্রতি বয়কটেরও ডাক দিয়েছিল সম্প্রতি । ফের একবার তারা এনিয়ে ঝামেলা পাকাতে শুরু করে দিয়েছে বলে জানা গেছে ।
ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস নামে এক এক্স ব্যবহারকারী একটা ভিডিও শেয়ার করেছে । ভিডিওতে একজন ইসলামি ফেজ টুপি পরা হোটেল মালিককে ঘিরে ধরে বিক্ষোভ করতে দেখা যায় কিছু মুসলিমদের । তাদের মধ্যে কারো কারোর হাতে “নো- বিফ বিজেপির এজেন্ডা বাংলাদেশে চলবে না” লেখা পোস্টারও দেখা যায় । ওই এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ইসলামপন্থীরা ঢাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় প্রবেশ করে। তারা মালিককে গরুর মাংস মেন্যু রাখার জন্য হুমকি দিচ্ছিল। ঢাকা শহরে, অনেক হোটেল এবং রেস্তোরাঁ তাদের মেনুতে গরুর মাংস রাখে না যাতে হিন্দুরা সেখানে খেতে পারে। তারা নো বিফ রেস্তোরাঁ বয়কট করছে কারণ তাদের মতে গরুর মাংসের মেনু না রাখার কারন হল বাংলাদেশে বিজেপির এজেন্ডা চালানো ।’
এই ঘটনায় কেউ কেউ ভারত থেকে বাংলাদেশে গরু রপ্তানি ও চোরাচালান বন্ধের জন্য আবেদন জানিয়েছেন । একজন এক্স ব্যবহারকারী (@madan22575) লিখেছেন,’ভারতীয় গরু রপ্তানি ও বাংলাদেশে চোরাচালান অবিলম্বে বন্ধ করা উচিত। ভারত তাদের মাংসের প্রধান উৎস।’
পাশাপাশি ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস জানিয়েছে যে সেখানে সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত আছে । ওই হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘জিহাদিরা একটি চাকমা বৌদ্ধ আদিবাসী মেয়েকে ঘিরে ধরে হয়রানি করছে। তারা পাহাড়ে পর্যটকের ছদ্মবেশে জিহাদ চালায় এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ধর্ষণ করে। বিতর্কিত এলাকাটি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, এবং তাদের পাশাপাশি সামরিক বাহিনীও এই কর্মকাণ্ডে জড়িত।’ ভিডিওতে একজন আনারস বিক্রেতা চাকমা তরুনীকে আনারস কাটতে দেখা গেছে । তাকে ঘিরে কয়েকজন যুবককে তরুনীকে নিয়ে কটুক্তি করতে করতে হাসতে দেখা যায় । ভিডিওতে তরুনীকে খুব অসহায় অবস্থায় দেখা যায় ।।