এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ ডিসেম্বর : আজ সোমবার রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক “কীর্তি ফাঁস” করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কলকাতার সল্টলেকে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রথমেই তিনি ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির “শিলাপোঁতার কর্মযজ্ঞ” চালানোর পরিকল্পনা ফাঁস করেছেন । এরপরই রাজ্যের শাসকদলের দেওয়া ভুয়ো জবকার্ড থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে তার প্রমান উপস্থাপন করে তিনি ।
শুভেন্দু অধিকারী বলেছেন,’বিজেপি কখনোই মানরেগার (MGNREGA) বিরোধী নয় । বিজেপি বারবার চেয়েছে যে স্বচ্ছতার সঙ্গে এই কাজ হোক । ভুয়া জব কার্ড বাতিল হোক । কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে গিয়ে এক কোটি ২৫ লক্ষ কার্ড আগেই বাদ হয়েছে আপনারা জানেন । এমনকি বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে ।’
মমতা ব্যানার্জি একশ দিনের কাজ প্রকল্পে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তোলেন । সেই অভিযোগ খন্ডন করে শুভেন্দু অধিকারী বলেন,’কংগ্রেস সরকার ২০০৪ থেকে ২০১৪, মানরেগাতে পশ্চিমবঙ্গকে দিয়েছে ১৪ হাজার কোটি টাকা। নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে এনডিএ সরকার ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫৪,৬০০ কোটিরও বেশি টাকা দিয়েছে । এর মধ্যে চুরি ধরা পড়ার জন্য কিছুদিন কাজ বন্ধ ছিল । অর্থাৎ কংগ্রেসের আমলে মমতা ব্যানার্জি জোটে ছিলেন, তখন দিয়েছিল ১৪ হাজার কোটি টাকা । আর নরেন্দ্র মোদিজীর আমলে দেওয়া হয়েছে ৫৪ হাজার কোটি টাকা ।’
বন্ধ হয়ে যাওয়া একশ দিনের কাজ প্রকল্প চালু করার জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্ট কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আমাদের বক্তব্য ও হাইকোর্ট যা বলেছে একই । আদালত বলেছে আগে জেনুইন এবং ভুয়ো জব কার্ড পৃথক করুন । তারপরে জেনুইন লোকেদের কাজ দিন । সুপ্রিম কোর্ট ও কার্যত তাই বলেছে হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে ।
এখন আমি আপনাদের সামনে একটা আপটুডেট তথ্য তুলে ধরছি। এটা রাত্রে বারোটার পর আপডেট হয়ে যায় । সেটা হচ্ছে, এখন ভারত সরকারের নির্দেশে know your customer, অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিংক করতে বলেছে পোর্টালে । দেখুন তাতে কি ভয়ংকর চিত্র উঠে এসেছে । কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে দেখুন ৷’
তিনি বলেন,’এখনো পর্যন্ত ২ কোটি ৫৬ লক্ষ ৫৮ হাজার ৫০৩-এর মধ্যে সফলভাবে অথেন্টিকেশন হয়েছে এক কোটি ৬০ লক্ষ ৯৭ হাজার ৬৯৫ । এবং এটা গোটা ভারতবর্ষে নিরিখে সর্বনিম্ন, ৬২.৯ শতাংশ । এই রাজ্যের বিরাট সংখ্যক জব কার্ড ভুয়ো ।’
শুভেন্দু অধিকারী জেলা নির্বিশেষে ভুয়ো জবকার্ডের একটা তালিকা তুলে ধরে বলেন,’এই জবকার্ড যাদের অথেন্টিকেশান হচ্ছে না কেওয়াইসি-তে । তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তার তালিকা আমি যথা সময়ে আপনাদের কাছে দিয়ে দেব।’।
