এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৮ ডিসেম্বর : বাংলাদেশের শাসন ক্ষমতা বর্তমানে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির হাতে ৷ বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, এমনকি কিছু সংবাদপত্র পর্যন্ত কট্টর ইসলামি আদর্শ অনুসরণ করছে । এই পরিস্থিতিতে ভারতে সন্ত্রাসী হামলা ও জনবিন্যাসের পরিবর্তনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার । সেই লক্ষ্যে ব্যাপক হারে বাংলাদেশি মুসলিমদের ভারতে ঢোকানো হচ্ছে ৷ ধরাও পড়ছে । মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বড় অভিযানে গ্রেফতার হয়েছে ১৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী ! মহারাষ্ট্র এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের খোঁজে একটি বিশেষ অভিযান শুরু করেছে । এটিএস আধিকারিকরা জানিয়েছেন যে এই অভিযানের অধীনে,গত ২৪ ঘন্টার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহায়তায় থানে, নভি মুম্বাই এবং সোলাপুর শহরে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের তল্লাশি অভিযান চালিয়ে ১৭ জনকে ধরা হয় ।
অন্যদিকে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে আসামে প্রবেশের চেষ্টা করার সময় রবিবার(২২ ডিসেম্বর) মোট ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ । সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করে আসামে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তাদের পাকড়াও করা হয় । ধৃতরা হল মুস্তাফিজুর রহমান, কাব্বো ক্রুজ, মহম্মদ লেলিন মিয়া, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম ও মুক্তার হোসেন। যদিও তাদের পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয় ।
এরপর ২৩শে ডিসেম্বর সোমবার আরেকটি ঘটনায়, আসামের দক্ষিণ শালমারা পুলিশ মানকাচর এলাকা থেকে ১৬ বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। বেঙ্গালুরু থেকে ফেরার পর তারা ওই এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিল । গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ শালমারা থানা পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ নথি দেখাতে পারেনি। ধৃত বাংলাদেশীরা হল,জাকির শেখ, মোঃ মেহেদী হাসান, রুমানা আক্তার, মহন্মদ রিজওয়ান হাওলদার, শেখ জামাল, বিউটি বেগম, মুন্নি বেগম, নুশরাত জাহান, রুস্তম শেখ, রুবেল কোরেশি, চাঁদ মিয়া ও ৫ শিশু । দিন দুয়েক আগে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ১০ জন বাংলাদেশ অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে । পাশাপাশি দিল্লিতে ৫ জন,ত্রিপুরার আগরতলায় ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল ।।