এইদিন ওয়েবডেস্ক,দিনাজপুর,১৭ মে : অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ (Border Security Force)-এর গুলিতে প্রাণ হারালো এক বাংলাদেশী যুবক । মৃতের নাম মঞ্জুরুল ইসলাম । সে বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে । মঙ্গলবার রাত পৌনে বারোটা নাগাদ উপজেলার আমতলী সীমান্তে পুন ট্রি ইউনিয়নের সাহাপুর কামারপাড়া এলাকার সীমান্ত পিলার ৩০৫ (৫/৬) থেকে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী । পরে দেহটি পুলিশের হাতে তুলে দেওয়া হয় । দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন জানিয়েছেন,মৃত যুবকের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
এদিকে মৃত যুবকের পরিবার দাবি করেছে,মঙ্গলবার রাত ১০ টা নাগাদ মোবাইলে একটা ফোন আসার পর বাড়ি থেকে বেড়িয়ে যায় মঞ্জুরুল । তারপর সে আর বাড়ি ফেরেনি । রাত সাড়ে ১২ টা নাগাদ সীমান্তের কাছে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় । তাদের অভিযোগ কোন কারণ ছাড়াই তাকে গুলি করে মেরেছে বিএসএফ । তবে অত রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ওই যুবক কি করছিল তা নিয়ে প্রশ্ন উঠছে । যদিও এই বিষয়ে বিএসএফ-এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরের জানান, বিষয়টি নিয়ে বিএসএফের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং এনিয়ে পতাকা বৈঠক করা হয়েছে ।।