এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৭ অক্টোবর : সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে নদীপথে ভারতে ঢুকে পড়েছিল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যুবক । স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আধার -ভোটার কার্ডও করে ফেলে নবাব নামে ওই বাংলাদেশি যুবক । রঙ্গিলা খাতুন নামে এক যুবতীকে বিয়ে করে বিহারের আরারিয়ায় বসতি স্থাপন করে । একটা কন্যাসন্তানও হয়েছে তাদের । ভালোই কাটছিল সাংসারিক জীবন । কিন্তু পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়ে যায় সে । পুলিশ তদন্তে জানতে পারে যে বাংলাদেশের চাপা নবাবগঞ্জ জেলার বাসিন্দা নবাব । আরারিয়ার রামপুর কোদারকাট্টি পঞ্চায়েতের মারাঙ্গি টোলা ওয়ার্ডে তিন বছর ধরে নিজের পরিচয় গোপন করে বসবাস শুরু করে এবং স্থানীয় এক মহিলাকে বিয়েও ফেলে ।
জিজ্ঞাসাবাদে নবাব জানায়, বাংলাদেশ থেকে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা দিয়ে নদী পাড়ি দিয়ে ভারতে এসেছিল। সীমান্ত পেরিয়ে প্রথমে বিহারের কাটিহার জেলার সেমাপুরে খালার বাড়িতে থাকে। সেখানে কয়েকদিন থাকার পর সে আরারিয়ার রামপুর কোদারকাট্টি পঞ্চায়েতের মারাঙ্গি টোলা ১১ নম্বর ওয়ার্ডে এসে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে ।
নবাব তার ভারতীয় পরিচয়ের জন্য আধার কার্ড এবং ভোটার আইডির মতো জাল নথি তৈরি করেছিল, যাতে সে তার শ্বশুরকে তার বাবা হিসাবে দেখিয়েছিল এবং ভোটার আইডি কার্ডে তার স্ত্রীর নাম নথিভুক্ত করেছিল । তার পরিকল্পনা ছিল পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া, যাতে সে অবৈধভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করতে পারে । পাসপোর্ট যাচাইয়ের সময়ই তার আসল পরিচয় প্রকাশ্যে আসে এবং তাকে গ্রেফতার করা হয় ।
মিডিয়া রিপোর্ট অনুসারে, নবাব অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত পাড়ি দিয়েছিল এবং এখানে আসার পরে, আধার কার্ড, ভোটার আইডি, এমনকি ভারতীয় পাসপোর্ট করার চেষ্টা করেছিল । স্থানীয় প্রধান পাম্মি দেবীর স্বামী রাজেশ সিং পাসপোর্ট যাচাইয়ের সময় তার নথিতে অসঙ্গতি খুঁজে পেলে তার পরিচয় প্রকাশ্যে আসে । বাবার পরিবর্তে ভোটার আইডিতে স্ত্রী রঙ্গিলা খাতুনের নাম লেখায় সন্দেহ আরও গভীর হয় এবং কঠোর জিজ্ঞাসাবাদের পর নবাব স্বীকার করেন যে সে বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে বসবাস করছে । নবাবের জাল নথি ও বেআইনি কর্মকাণ্ড ফাঁস করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ও তাদের অবৈধ কর্মকাণ্ড নিয়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ ও প্রশাসন আরও তদন্ত শুরু করেছে।।