এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী এক যুবককে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানায় ধৃতের নাম ওসমান আলি(৩০) । তার বাড়ি বাংলাদেশের খুলনা ডিভিশনের ঝেরাইদাহ জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামে । শনিবার বিকেলে ওই যুবককে গ্রেফতারের পর রবিবার বর্ধমান আদালতে তোলা হয় । ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ৷ পুলিশ জানায়, পাসপোর্ট ও ভিসা ছাড়াই ওই যুবক কিভাবে ও কি উদ্দেশ্যে ভারতে এসেছে তা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে । পাশাপাশি সে স্থানীয় কোনও বাসিন্দার বাড়িতে এসে উঠেছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্য সরকারের তরফে জারি করা করোনা নিয়ে বিধিনিষেধগুলি ঠিকভাবে পালন হচ্ছে কিনা দেখতে বিগত কয়েকদিন ধরে এলাকায় কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ভাতার থানার পুলিশ । আর শনিবার বিকেলে ভাতার বাজার এলাকায় নজরদারি চালানোর সময়েই ওই বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবককে গ্রেফতার করা হয় ।
ভাতার থানার ওসি প্রনব বন্দ্যোপাধ্যায় জানান, লাল গেঞ্জি ও নীল সাদা চেক লুঙ্গি পরিহিত ওই যুবক শনিবার বিকেলের দিকে ভাতার বাজার এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল । তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন কথাবার্তা বলে । তার কথাবার্তাও এদেশীয় নয় । শেষে জেরায় সে নিজেই স্বীকার করে তার বাড়ি বাংলাদেশে । সে অবৈধভাবে ভারতে ঢুকেছে । তারপর ওই যুবককে অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয় । ওই যুবক কি উদ্দেশ্যে বেআইনিভাবে ভারতে ঢুকেছে তা জানার চেষ্টা চলছে ।।