এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ আগস্ট : বাংলাদেশিরা অনুপ্রবেশের জন্য মূলত পশ্চিমবঙ্গকে করিডর হিসেবে ব্যবহার করে । তারপর স্থানীয় সহানুভূতিশীল মানুষের সহায়তায় বানিয়ে ফেলে ভুয়া ভারতীয় পরিচয়পত্র । আর সেই পরিচয়পত্র দেখিয়ে দেশের বিভিন্ন রাজ্যে চাড়িয়ে গিয়ে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে তারা বসবাস করছে । জুটিয়ে নিচ্ছে শ্রমিকের কাজ৷ বিয়ে করে রীতিমতো সংসার ফেঁদে বসেছে বাংলাদেশি ও রোহিঙ্গারা ।
ফের এমনই এক বাংলাদেশী গ্রেফতার হলো মালদা জেলার ইংরেজবাজারে । জানা গেছে,ধৃত বাংলাদেশী যুবকের নাম হৃদয় মিঞা(২০) । তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। বেশ কয়েক বছর আগে সে পশ্চিমবঙ্গের খোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল । এমনকি সে পুণীত কুমার নামে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল । পুলিশ জানতে পেরেছে ওই বাংলাদেশি কয়েক বছর আগে ভারতে অনুপ্রবেশের পর বেঙ্গালুরুরে বসবাস করছিল । সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার হওয়ায় আতঙ্কে দেশে ফিরে যাচ্ছিল হৃদয় মিঞা ।
জানা গেছে, শুক্রবার মালদার মহদিপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই বাংলাদেশি যুবক । বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি প্যানকার্ড । যেটি পুণীত কুমার নামে বানানো হয়েছে । আজ শনিবার ধৃত বাংলাদেশিকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। পুলিশ তাকে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন জানায় ।।

