এইদিন ওয়েবডেস্ক,রাজগঞ্জ,১১ ডিসেম্বর : বাংলাদেশের হিন্দুদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে সে দেশের মুসলিম, পুলিশ ও সেনাবাহিনী । আর সবকিছু ঘটছে সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নির্দেশে । ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলন করা বহু হিন্দুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে এবং হচ্ছে । এমনই এক হিন্দু যুবকের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের চেষ্টা চলছিল । শেষ পর্যন্ত তিনি প্রাণ বাঁচাতে নদী সাঁতরে ভারতে পালিয়ে এসেছেন । কিন্তু তিনি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের করোতোয়া নদীর সেতুর নীচ দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের (BSF) হাতে ধরা পড়ে যান । ধরা পড়ার পর তিনি জানিয়েছেন যে তার নাম জীবন বর্মন । বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও এলাকায় তার বাড়ি । ধৃত বাংলাদেশি যুবককে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় । আদালতে নিয়ে যাওয়ার পথে ওই হতভাগ্য হিন্দু যুবক বলেন, বাংলাদেশে থাকলে আমি আমাকে মেরে দিত । এখানে জেলা থাকলেও অন্তত প্রাণে বেঁচে থাকব ।’
বিএসএফের জেরায় জীবন বর্মন জানিয়েছেন যে তিনি
বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র । রংপুরে চিন্ময় প্রভুর সভায় মিছিল নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের পুলিশ বহু হিন্দুর পাশাপাশি তাঁর বিরুদ্ধেও মামলা করেছে । তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে । প্রাণ বাঁচাতে কয়েকদিন ধরে তিনি বাড়ি ছাড়া ছিলেন । কিন্তু পুলিশের থেকে ভয় বেশি ইসলামি মৌলবাদীদের জন্য । ধরতে পারলে তারা হয়ত তাকে পিটিয়ে মেরে ফেলত । এই কারনে তিনি বাড়ি না ফিরে ভারতে অনুপ্রবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন ।
জানা গেছে,আজ বুধবার সকালে ঘন কুয়াশার সুযোগে ভারত-বাংলাদেশ সীমান্তের মদনবাড়ি-ট্যাপরা ভিটা সীমান্ত চৌকির পাশে করোতোয়া নদীর সেতুর নীচ দিয়ে ভারতে প্রবেশ করেন । সেই সময় সীমান্তে পাহারারত বিএসএফের হাতে ধরা পড়ে যান । এরপর বুধবার দুপুরেই ওই যুবককে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । এদিকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রচুর হিন্দু ভারতে ঢোকার জন্য জড়ো হয়েছিল । কিন্তু বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের ফিরে যেতে বাধ্য করে ।।