এইদিন ওয়েবডেস্ক,নীলফামারী,১০ এপ্রিল : কোরান ও হাদিসকে মহিমান্বিত করতে আগামী ১৫ এপ্রিল পৃথিবী ধ্বংস হওয়ার গল্প ফেঁদেছিল জনৈক এক ইসলামি মৌলবাদী । এই দাবির উত্তরে শুধু ‘ভূয়া কোরান’ লিখেছিলেন এক হিন্দু তরুন । আর তার সেই অপরাধের জন্য তার বিরুদ্ধে কথিত ধর্মনিন্দার অভিযোগ তুলে গ্রেফতার করল বাংলাদেশের মৌলবাদী পুলিশ । ওই হতভাগ্য যুবকের নাম জীবন কুমার রায়(১৭) । বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার রুপাহারা উত্তর তিতপাড়ায় তার বাড়ি । স্বর্গীয় বিশ্বনাথ রায়ের ছেলে জীবন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ।
ঘটনার বিবরণে জানা গেছে,কলেজ বন্ধ থাকায় কয়েকদিন ধরে বাড়িতেই ছিল জীবন কুমার রায় । অবসর সময়ে সে সাধারণ ফেসবুকেই মগ্ন থাকতো । শনিবার সকাল প্রায় এগারটা নাগাদ জীবনের পরিচিত এক মুসলিম ব্যক্তির একটি পোস্ট তার নজরে পড়ে । ওই পোস্টে লেখা হয়েছিল যে ‘কোরআন ও হাদিসে লেখা আছে ১৫-ই এপ্রিল রমজানের দিন বিকট শব্দে পৃথিবী ধ্বংস হয়ে যাবে’ । তখন ওই পোস্টের প্রত্তুতরে কমেন্ট সেকশনে জীবন লেখে ‘ভূয়া কোরআন’ । এদিকে এই খবরকে ‘ভূয়ো’ বলায় কট্টরপন্থী মুসলিমরা তেলেবেগুনে জ্বলে ওঠে । ১৫ তারিখে পৃথিবী ধ্বংস হওয়ার বিষয়ে কোরানের ভবিষ্যৎবাণীকে ভূল বলার অপরাধে কট্টরপন্থী মুসলিমরা হিন্দু যুবকের কঠিন শাস্তির দাবি জানাতে শুরু করে ।
এদিকে হিন্দুদের নির্যাতনের বিষয়ে পুলিশ হাত গুটিয়ে বসে থাকলেও এক্ষেত্রে তড়িঘড়ি আসরে নেমে পড়ে স্থানীয় ডিমলা থানার পুলিশ । পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রজু করে হিন্দু যুবক জীবন রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে আসে । ডিমলা থানার ওসি জানিয়েছেন,জীবন কুমার রায়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে । কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যুবকের বাড়িতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।।