এইদিন ওয়েবডেস্ক,ফরিদপুর,০৭ জুন : দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিখোঁজ বাংলাদেশের ফরিদপুরের হিন্দু ব্যবসায়ী বিকাশ কুমার সাহা । নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী রীতা সাহা সংশ্লিষ্ট থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়েরপ করেছিলেন । তাঁর অভিযোগ, ব্যবসায়িক লেনদেনের জেরে ৩ ব্যক্তি মিলে তাঁর স্বামীকে অপহরণ করেছে । তারপরেও ওই ব্যবসায়ীকে উদ্ধারের কোনো চেষ্টাই করেনি পুলিশ । শেষে স্বামীকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন নিখোঁজ ব্যবসায়ীর পরিবার ।
জানা গেছে,ফরিদপুরের বাসিন্দা বিকাশ কুমার সাহা ওষুধের ব্যবসা করতেন । ২০২১ সালের ডিসেম্বরে তিনি ব্যবসায়ের কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হন । তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান । বিকাশবাবুর স্ত্রী রীতাদেবী পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেছিলেন এই ঘটনার সঙ্গে তিনজন জড়িত রয়েছে । তাসত্ত্বেও পুলিশ অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে কোনো আগ্রহই দেখায়নি বলে অভিযোগ ।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে রীতা সাহা বলেন,’ওই ৩ জন ব্যক্তি বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ঘরবন্দি করে রেখেছে । কিছু দিন আগে মিথ্যা মামলায় আমাকে ও আমার স্বামীর দাদাকে জেল খাটিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে তটস্থ করে রেখেছেন । আমার স্বামী তাদের কাছ থেকে টাকা নিয়েছে এমন মিথ্যা কথা বলে মামলা, হামলাসহ প্রতিনিয়ত হয়রানি করছে। এখন আমি আমার স্বামীকে ফেরত এবং এই প্রকার ভয়াবহ ঘটনা থেকে মুক্তি পেতে চাই ।’ তাঁর স্বামী আদপেই জীবিত আছে,নাকি তাকে খুন করে লাশ গুম করে দেওয়া হয়েছে, এনিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রীতাদেবী ।
সাংবাদিক সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ীর শিশু সন্তান মৌমিতা সাহা,দাদা নন্দ সাহাসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন । ফরিদপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সংবাদিক সম্মেলনটির আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে ।।