দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ ফেব্রুয়ারী : ভূয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট বানানোর অভিযোগে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা বাংলাদেশের এক দম্পতিকে গ্রেফতার করেছে গুসকরা ফাঁড়ির পুলিশ । ধৃত ওই দম্পতির নাম দুলাল শীল(৫৮) ও স্বপ্না শীল(৫৪) ওরফে স্বপ্নারাণী দে। পুলিশ তাদের কাছ থেকে পাসপোর্ট, আধারকার্ড, ভোটারকার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে । বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়।
জানা গেছে, গুসকরা শহরের নেতাজিপল্লী এলাকায় বসবাস করছিল ওই পরিবারটি । কয়েক মাস আগে দুবাই থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে ধরা পড়েছিলেন ওই দম্পতির মেজ ছেলে জুয়েল শীল ।পাসপোর্টে অসংঙ্গতি থাকায় চেন্নাই পুলিশ তাকে গ্রেফতার করে । ওই ঘটনার জেরে সম্প্রতি দুলাল শীল ও স্বপ্না শীলদের পাসপোর্ট যাচাই করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশকে নির্দেশ দেয় ভারতের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর । এদিন গুসকরা ফাঁড়ির পুলিশ শহরের নেতাজিপল্লী এলাকায় গিয়ে দম্পতির নথিপত্র পরীক্ষা করতে গেলে অসংঙ্গতি দেখতে পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে ।
যদিও ধৃত দম্পতির বড় ছেলে রুবেল শীল দাবি করেছেন যে তারা পাঁচ ভাই এবং সকলের জন্ম গুসকরাতেই । তারপরেও তার বাবা-মা গ্রেফতার হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন ।।