এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০১ এপ্রিল : হাতে লাল তাগা, কপালে টিপ, বাম হাতের তালুতে লেখা “ফ্রি প্যালেস্টাইন” । বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী তাপসী দে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন করছে । যার ফেসবুক প্রোফাইলের নাম ‘প্রাপ্তি তাপসি’ । প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি সুনামগঞ্জে৷ বর্তমানে বসবাস বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় । ওই তরুনী সম্পর্কে বাংলাদেশি হিন্দুদের মধ্যে এই কারনে চর্চা চলছে, কারন তার একটা ফেসবুক পোস্টে নিজের দেশের হিন্দুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে নেই । পরিবর্তে ইসলামি অনুষ্ঠান, ধর্ষণের প্রতিবাদ,চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতনের দাবি এবং এমনকি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থীদের সমর্থনেও পোস্ট দেখা গেছে । কিন্তু প্রাপ্তি তাপসি বা তাপসী দে-এর নিজ ধর্মকে বাদ দিয়ে এত ইসলাম প্রীতি কেন? তার উত্তর দেওয়া হয়েছে ‘সনাতনী কন্ঠস্বর’ নামে একটা ফেসবুক পেজে । আজ মঙ্গলবার তাপসী দে ও তার প্রেমিকের সাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বলা হয়েছে,’তিনি ওই বিশ্ববিদ্যালয়েরই এক মুসলিম যুবকের সাথে প্রেমের সম্পর্কে/লিভ টুগেদারে আছেন বেশ কয়েকটা বছর ধরে।উনার বয়ফ্রেন্ডের নাম “নূর-এ-তামীম-স্রোত”, মানে উনি উনার ধর্ম পরিবর্তন করে ফেলেছেন’ ।
নূর-এ-তামীম-স্রোত হল তাপসী দে-এর প্রেমিকের ফেসবুক প্রোফাইল নাম । একই কলেজের পড়ুয়া তিনি। ‘সনাতনী কন্ঠস্বর’ লিখেছে,’প্রাপ্তি তাপসি’, পুরা নাম তাপসী দে প্রাপ্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং সুনামগঞ্জে ওনার পৈতৃক নিবাস। ওনার টাইমলাইন ঘাটলে এবং এক্টিভিটিজ এনালাইসিস করলে এক্টা জিনিস বুঝতে পারবেন উনি বেশ এনার্জেটিক, প্রতিবাদী একজন মানুষ সেই সাথে ওনার স্যেকুলারিজম লেভেল ১০০/১০০। বিশ্বে কোথায় কোথায় মুসলিম নির্যাতন হলো, এসব নিয়ে উনি খুব সোচ্চার এবং প্রতিবাদী।
কিন্তু দুঃখের সাথে বলতে হয় নিজে দেশে বাড়ির পাশের হিন্দু নির্যাতনের ঘটনায় উনি কোনো প্রতিবাদ করেন না,একটা কথাও শোনা যায়না ওনার কাছ থেকে।’
লেখা হয়েছে,ব্যাপারটা খটকা লাগার মতো না? হিন্দু হয়েও হিন্দু নির্যাতনের ব্যাপারে উনি চুপ কেন? টুইস্ট টা মূলত এখানেই।তাপসী দে প্রাপ্তি একজন ‘ব্রেইন ওয়াশড’ এন্ড ‘কনভার্টেড মুসলিম’। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়েরই এক মুসলিম যুবকের সাথে প্রেমের সম্পর্কে/লিভ টুগেদারে আছেন বেশ কয়েকটা বছর ধরে। ওনার বয়ফ্রেন্ডের নাম “নূর-এ-তামীম- স্রোত”, মানে উনি উনার ধর্ম পরিবর্তন করে ফেলেছেন,তার নিশ্চুপতার কারণ মূলত এটাই।’
বাংলাদেশের হিন্দু ছাত্রীদের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে লেখা হয়েছে,’ইউনিভার্সিটিতে উঠে হিন্দু মেয়েরা এরকমকই পথভ্রষ্ট হছছে, বিভিন্ন ফাদে পা দিচ্ছে তাই আপনার পরিবারের কোনো মেয়ে ভারসিটিতে পড়াশোনা করলে অবশ্যই খোজ নিবেন কী করছে না করচ্ছে। আমরা চাই না “প্রাপ্তি তাপসি” র মতো কোনো কুলাংগারের সাথে পরিচিত হইতে। সেই সাথে ধিক্কার ও ঘৃণা জানাই তার পরিবারকেও। ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার সূর্য। আসুন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে চলি সমৃদ্ধ বাংলাদেশের পথে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
পাশাপাশি ওই হিন্দু তরুনী ও তার প্রেমিকের ফেসবুক আইডি লিঙ্কও দেওয়া হয়েছে । বলা হয়েছে,তাপসি’র আইডি লিংক : https://www.facebook.com/prapti.taposhi এবং মুসলিম যুবকের আইডি লিংক:https://www. facebook.com/bbuuchaa.

