এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ জানুয়ারি : বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক । বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙ্গা ও ইটাঘাঁটি গ্রামের মাঝামাঝি এলাকায় । বিএসএফ সুত্রে খবর, আহত যুবকের নাম ইউসুফ আহমেদ (২৫) । তাঁর বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে ।তাঁর বাম পায়ে গুলি লেগেছে। বৃহস্পতিবার দুপুরে জখম বাংলাদেশী যুবককে প্রথমে বুলবুলচন্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে বিএসএফ । পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
বিএসএফ সুত্রে খবর, বুধবার গভীর রাতে একদল পাচারকারী মালদা জেলার নাঙ্গলডাঙ্গা ও ইটাঘাঁটির মাঝে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল । সেই সময় বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারকারীদের পিছু ধাওয়া করে । তখন পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে । এরপর বিএসএফের তরফ থেকে পাল্টা গুলি চালানো হয় । তখন ওই পাচারকারীর পায়ে গুলি লাগে । বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ।।