এইদিন বিনোদন ডেস্ক,০৯ অক্টোবর : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন। কাজের থেকে তার ব্যক্তিজীবন নিয়ে চর্চা বেশি হয় । বিশেষ করে এই বাংলাদেশি সুন্দরী ইতিমধ্যেই বেশ কিছু বিয়ে করে ফেলেছেন । তার মধ্যে রয়েছে মাসতুতো (খালাতো) ভাই ইসমাইল । যে বিয়ের কথা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে স্বীকারও করেছেন । সেই সাথে তিনি জানান যে এক ডজন অর্থাৎ ১২ টা বিয়ে করতে চান ।
ওই টেলিভিশনের অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? জবাবে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, না। তারপরই আবার বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।
প্রেম প্রসঙ্গ শেষ হতেই উঠে আসে বিয়ের বিষয়। এ পর্যন্ত মোট কতবার বিয়ে করেছো, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, একবার। তারপর উপস্থাপক জানতে চান, চিত্রনায়ক শরিফুল রাজের কথা বলছো, তাহলে বাকি বিয়ের কথা কেন শুনি আমরা? তখন ঢালিউড নায়িকা বলেন, জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।
অভিনেতা শরিফুল রাজ ছাড়াও অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে পরীমণির। শোবিজে অভিষেকের আগে মাসতুতো(খালাতো) ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। এমন গুঞ্জনও উঠেছে কয়েকবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বেশ ছড়িয়েছিল সেই গুঞ্জন। ইসমাইল তোমার স্বামী ছিল কিনা, এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। তারপর উপস্থাপক ফের জানতে চান, কতবার বিয়ে করতে চাও তুমি? পরীমণি বলেন, আমার না আসলে ১২টি বিয়ে করার (ইচ্ছা আছে)…। ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এই রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ হবে, তা কখনো বুঝিনি। তাহলে কখনো এ কথা বলতাম না।।

