এইদিন বিনোদন ডেস্ক,১৮ মে : শেখ হাসিনার সমর্থক হওয়ার কারনে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে । আজ শনিবার বিকেলে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার হয়েছে । জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয় অভিনেত্রীকে । পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জানা গেছে, নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। কথিত বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয় ।
এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজে আলোচিত-সমালোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে এ অভিনেত্রী দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার। কিন্তু জীবনের পথ বদলে দেয় অন্য এক আহ্বান। মিডিয়ায় পা রাখেন একজন রেডিও জকি হিসেবে। তারপর ধাপে ধাপে এগিয়ে যান জনপ্রিয় টিভি উপস্থাপিকার কাতারে। ২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর তিনি একের পর এক সিনেমায় কাজ করেন ।।

