এইদিন বিনোদন ডেস্ক,১০ জানুয়ারী : দেশে নৈরাজ্যের পরিস্থিতি দেখে লন্ডনে পালাতে গিয়ে আটক হলেন বাংলাদেশের অভিনেত্রী নিপুণ আক্তার । আজ শুক্রবার বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনে যাওয়ার সময় নিপুণ আক্তারকে ধরে ফেলে ইমিগ্রেশন পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে ।
নিপুণকে লন্ডন যাওয়ার বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানে ওঠার আগেই তাকে আটক করা হয় । ফলে তিনি লন্ডনে যেতে পারেননি। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ থাকায় তাকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকায় তাকে আটক করা হয়নি । জিজ্ঞাসাবাদের পর তিনি নিজ থেকে বিমানবন্দর ত্যাগ করেন। কিন্তু সুনির্দিষ্ট মামলা না থাকা সত্ত্বেও কেন তাকে আটক করা হয়েছিল এবং কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা স্পষ্ট নয়।।