এইদিন বিনোদন ডেস্ক,০২ জুলাই : ভারত বিদ্বেষী ও কট্টর ইসলামী মৌলবাদী সংগঠন জামাত ইসলামির সমর্থক বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon) ভারতের ভিসা পেতে তদ্বির শুরু করেছেন বলে খবর । কট্টর মৌলবাদী ওই অভিনেত্রী গত বছর জামায়াতে ইসলামীর সাথে হাসিনা বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছিলেন এবং ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন বলে জানা গেছে। তিনি একজন কট্টর জামায়াত সমর্থক এবং এখন ভারতীয় ভিসা চাইছেন। প্রসঙ্গত,ভারত বিরোধী মন্তব্যের জন্য বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ব্লাকলিস্টেড করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তারপরে একাধিকবার ভারতের ভিসার জন্য আবেদন করেন । কিন্তু ঢাকা স্থিত ভারতীয় হাইকমিশন প্রতিবারই তার ভিসার আবেদন বাতিল করে দেয় । ফের একবার ভারতের ভিসার জন্য ওই অভিনেত্রী তদ্বির শুরু করেছেন বলে দাবি করা হচ্ছে ।
এখন বাংলাদেশ থেকেই ওই মৌলবাদী অভিনেত্রীকে ভিসা না দেওয়ার জন্য দাবি উঠছে । ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস এক্স-এ লিখেছে,’আমি ভারত সরকারের কাছে তাকে ভিসা না দেওয়ার বা ভারতে কাজ করার অনুমতি না দেওয়ার জন্য অনুরোধ করছি।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে ইসলামি মৌলবাদের উত্থান প্রসঙ্গে ওই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন,’যারা জুলাইয়ের বিদ্রোহকে ভুল বলে – আমি সত্যিই তাদের জন্য দুঃখিত। সেই মুহূর্তে সেই বিদ্রোহ একেবারেই প্রয়োজনীয় ছিল। মানুষ যে পরিমাণ অবিচারের মুখোমুখি হচ্ছিল তা ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছিল। আর সরকার রাতারাতি ফ্যাসিবাদী হয়ে ওঠেনি – সময়ের সাথে সাথে এটি আরও ফ্যাসিবাদী হয়ে ওঠে, ধীরে ধীরে মানুষের অধিকার এবং কণ্ঠস্বর কেড়ে নেয়। আর কোন উপায় ছিল না। যারা ৫ই আগস্টের দিন রাস্তায় ছিল না তারা কখনই জনগণের বিশুদ্ধ আনন্দ বুঝতে পারবে না – যে মুহূর্তটি সে কাপুরুষের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দটি আসল ছিল, এবং আমি প্রতিটি হৃদস্পন্দনে তা অনুভব করেছি। রাস্তায় এই ধরণের স্বাধীনতা এবং শক্তি অনুভব করা জীবনে একবারের অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, বিদ্রোহের পরে অনেক কিছু ঘটেছিল, এবং সেগুলি সবই সুখকর ছিল না। তবে একটি জিনিস স্পষ্ট: জুলাইয়ের বিদ্রোহ সঠিক সময়ে সঠিক জিনিস ছিল।’
আজমেরী হক বাঁধন বাংলাদেশের পাশাপাশি ভারতেও কিছু ছবিতে অভিনয় করেছেন । সৃজিত মুখার্জির প্রথম হোইচই অরিজিনাল সিরিজ, “রবীন্দ্রনাথ কেন কাওখোনো খেতে আসেনি”-এ মুসকান জুবেরির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে । এছাড়া মুম্বাইয়ের পরিচালক বিশাল ভরদ্বাজের “খুফিয়া” তেও দেখা গিয়েছিল তাকে ।।

