এইদিন বিনোদন ডেস্ক,০৪ অক্টোবর : বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন দুর্গাপ্রতিমার সামনে কপালে লাল তিলক লাগিয়ে ছবি তুলে সেই ছবি নিজের ফেসবুক পেজে “শুভ বিজয়া” লিখেছিলেন বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান । কিন্তু একজন মুসলিম হয়ে হিন্দুদের উৎসবে তার সামিল হওয়া মেনে নিতে পারেনি ইসলামি উগ্র মতাদর্শে বিশ্বাসী লোকজন । তারা অভিনেতার উদ্দেশ্যে বিভিন্ন কটুক্তি করতে শুরু করে । এমনকি ইয়াশ রোহানের চলচিত্র বয়কটের ডাক পর্যন্ত দেয় তারা । ওই সমস্ত উগ্রবাদীদের প্রত্যেককেই তিনি উত্তর দেন,কিন্তু মার্জিত ভাষায় । এবারে তারে পিত্তিতে জ্বলন ধরাতে নেত্রকোনায় মামার বাড়িতে বিজয়া দশমী উদযাপন করলেন ইয়াশ রোহান । তবে বিজয়া দশমীর দিন তিনি সাদাকালো ছবি পোস্ট করলেও এবারে তার ফ্যান্স ক্লাব পেজে রঙিন ছবি পোস্ট করা হয়েছে । যথারীতি ইয়াশ রোহানের কপালে ছিল লম্বা লাল তিলক । আরও একটা ছবিতে দুর্গাপ্রতিমার সামনে কপালে লাল তিলক ও গলায় “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ” লেখা নামাবলি গলায় ঝোলানো দেখা গেছে তার ।
শুধু তাইই নয়,ইয়াশ রোহান ফ্যান্স ক্লাব পেজে কট্টরপন্থীদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেওয়া হয়েছে । তাতে লেখা হয়েছে,জাতি হিসেবে আমরা প্রচণ্ড সাম্প্রদায়িক। সেটা আবার আমরা লুকিয়েও রাখতে পারি না। নানা ঘটনায় আমাদের এই কদর্য চেহারাটা বারবারই প্রকাশ পেয়ে যায়। ইয়াশ রোহানের বেলায় এবার যেমন হলো। ইয়াশ দেবী দূর্গার প্রতিমার সাথে একটা ছবি দিয়েছেন, তাতে একটা গোষ্ঠীর খুব আঁতে ঘা লেগেছে। ইয়াশের ধর্ম পরিচয় পেয়ে তারা নাটক বয়কটের কথা বলছেন, কেউ তাকে গরুর মাংস খাওয়ার দাওয়াত দিচ্ছেন, কেউ দিচ্ছেন গালি।
একটা সময় এসব দেখে গায়ে আগুন ধরে যেতো, যথাসাধ্য প্রতিবাদের চেষ্টা করতাম। এখন আর কিছু বলতে ইচ্ছে করে না। কারণ আগে এমন সাম্প্রদায়িক ইতরের সংখ্যা ছিল কম, এখন এরাই সংখ্যাগুরু। এরাও জানেও না যে, তারা যেটা করছে সেটা ক্রাইম, এটা ঘৃণা ছড়ানো। বোঝার মতো ওই লেভেলের আইকিউ খোদা এদের দেননি। এদের মাথায় মগজের জায়গাটা ভর্তি হয়ে আছে একতাল গোবরে, আর সেই গোবরের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আমাদের নিউজফিডে, আমাদের প্রাত্যহিক জীবনেও।
ইয়াশ রোহান যেভাবে কমেন্টবক্স হ্যান্ডেল করছেন, সেটা বরং প্রশংসার দাবীদার। স্টে স্ট্রং ম্যান, এই অকালকুষ্মাণ্ডদের পাত্তা দেয়ার কিছু নেই। এসব অমানুষের (কিংবা বট আইডির) আইকিউ হবে পঞ্চাশের নীচে, তাদের কথায় পাত্তা দেয়া আর গাছের মগডালে ‘কা কা’ করতে থাকা কাকের কথার জবাব দেয়া একই জিনিস। এই নেগেটিভ মানুষগুলো আপনার দর্শক হিসেবে থাকছে না- এটা বরং আপনার জন্যে, বাংলা নাটকের জন্যেও ভালো! Credit – সিনেগল্প – Cinegolpo.
প্রসঙ্গত,কপালে তিলক পরে দেবী দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে একটা সাদাকালো ছবি বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ইয়াশ রোহান শুধু লেখেন “শুভ বিজয়া”। আর এতেই ইসলামি কট্টরপন্থীরা তেলেবেগুনে জ্বলে ওঠে৷ তারা অভিনেতাকে রীতিমতো হুমকি দিতে শুরু করে৷ একজন মৌলবাদী লিখেছে,”তুই কি হিন্দু? আজকে জানলাম”। আবার কেউ লিখেছে, “এতদিন তো মুসলিম মনে করতাম”। আরেকজন সরাসরি অভিনেতাকে আক্রমণ করে বলেছে, “আজকের পর থেকে তোমার নাটক আর দেখব না”। অভিনেতা ইয়াশ রোহান অবশ্য কট্টরপন্থীদের এসব নেতিবাচক মন্তব্যের শান্তভাবে প্রতিক্রিয়া জানান । তিনি “আহারে ভাই”, “যা ভালো মনে করেন” ইত্যাদি মন্তব্য করে কট্টরপন্থীদের গায়ের জ্বালা আরও বাড়িয়ে দেন । তবে গতকাল(৩ অক্টোবর) নেত্রকোণায় মামার বাড়ি এলাকার পুজোমণ্ডপের ছবি পোস্টের পর অভিনেতাকে তেমন আক্রমণ করেনি কেউ । শুধু মহম্মদ রফিজুল করিম ও জাহিদুল ইসলাম নামে দুজন প্রশ্ন করেন, “ইয়াশ ভাই কি হিন্দু ?”