এইদিন বিনোদন ডেস্ক,০৬ জানুয়ারী : আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনূস সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত। তার দাবি যে ভারতের টিভি সিরিয়ালে বউ ও শাশুড়ির ঝগড়া দেখে তাদের মেয়েরাও ঝগড়াটে স্বভাবের হয়ে যাচ্ছে ।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।এরপর আর একটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করেন এই অভিনেতা। তিনি লেখেন, ভারতীয় টেলিভিশনের বউ–শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।
আইপিএলে ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের হিন্দু নরসংহারের প্রেক্ষাপটে বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বিদেয় করে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়েছে । সেই সাথে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে দিয়েছে ।।

