এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ ফেব্রুয়ারী : নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন বাংলাদেশী চিত্রতারকা ফেরদৌস । এদিন বুধবার ত্রিপুরার আগরতলায় শুরু হল ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ । উদ্যোক্তারা ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই বাংলাদেশী তারকাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন । সেই উপলক্ষেই আসা ভারতে । ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ফেরদৌস বলেন,’নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম আমার সেকেন্ড হোম ভারতে যাচ্ছি । কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারব না। আমাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । ধন্যবাদ তথ্য মন্ত্রণালয় ও ভারতের হাই কমিশনারকে। চারদিন পরই আবার দেশে ফিরব ।’
উল্লেখ্য,২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচারের জন্য বাংলাদেশী চিত্রতারকা ফেরদৌসকে এনেছিল তৃণমূল কংগ্রেস । আর এতে আপত্তি জানিয়েছিল বিজেপি । অভিনেতার ২ বছরের জন্য ভিসা বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রক । এবার সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস । তাঁর সঙ্গে আগরতলায় আয়োজিত উৎসবে পারফর্ম করতে এসেছেন অভিনেত্রী অপু বিশ্বাস ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম । অপু বিশ্বাস জানিয়েছেন,সপ্তাহ খানেক পর তাঁরা ফের দেশে ফিরবেন ।।