এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১১ অক্টোবর : রোহিঙ্গাদের নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছে বাংলাদেশ । প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে । ফলে বিপুল পরিমান অতিথিদের খাবার জোটাতে হিমসিম খেতে হচ্ছে শেখ হাসিনা সরকার । সেই কারনে রোহিঙ্গাদের এবার বিদায় করতে উঠেপড়ে লেগেছে প্রতিবেশী রাষ্ট্রটি । সম্প্রতি মার্কিন সফরে গিয়ে শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার কথা তুলে ধরেছিলেন । তাতেও কোনো সুরাহা হয়নি । এবার রোহিঙ্গাদের ফেরাতে এশিয়ার সংগঠনগুলিকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী । মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি করে সার্ক, বিমসটেক, আসিয়ান প্রভৃতি সংগঠনের কাছে ওই নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে । পাশাপাশি তিনি নিজের দেশের স্বরাষ্ট্র সচিব,বিদেশ সচিব, আইন সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছেও নোটিশের প্রতিলিপি পাঠিয়েছেন ।
নোটিশে তিনি জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে । তার উপর প্রতি বছর ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে । বিপুল পরিমান ওই জনগোষ্ঠীর খাবার জোটাতে প্রতি বছর বাংলাদেশ সরকারকে ১.২ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশের মূদ্রায় ১৩ হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে । বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের কাছে যেটা মারাত্মক একটা বোঝা স্বরূপ ।
আইনজীবী মাহমুদুল হাসানের যুক্তি, প্রথমত, বাংলাদেশ ১৯৫১ সালের শরণার্থীবিষয়ক কনভেনশন ও ১৯৬৭ সালের প্রটোকলে সই করা রাষ্ট্র নয়। তাই বাংলাদেশ আইনিভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য নয় । দ্বিতীয়ত,রোহিঙ্গারা কোনো স্বাধীনতাকামী জনগোষ্ঠী নয় । তাই রোহিঙ্গা জনগোষ্ঠী অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় লাভের অধিকারী নয় । তৃতীয়ত,রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক কোনো সংস্থার চুক্তি হয়নি । তাই তাঁদের পক্ষে আর রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয় ।
তিনি পালটা দাবি করেছেন, সার্ক, বিমসটেক, আসিয়ানের মত আঞ্চলিক সংগঠনগুলিকেই রোহিঙ্গাদের দায়িত্ব নিতে হবে । নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে সরানোর ব্যবস্থা করার জন্য ওই সংগঠনগুলির কাছে তিনি আহ্বান জানিয়েছেন । অন্যথায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ওই আইনজীবী ।।