এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,০১ জানুয়ারী : বাংলাদেশে হিন্দু নির্যাতন সমানে চলে যাচ্ছে । এবারে তারা আঁচএসে পড়েছে পশ্চিমবঙ্গতেও । বাংলাদেশের ধাঁচে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর মুসলমানরা হামলা চালাতে শুরু করেছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার মুহুর্তের একটি ভিডিও শেয়ার করেছেন । বিরোধী দলনেতা জানান যে ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাভোনিয়া(লোহাপুঞ্জি) গ্রামে । একদল দুষ্কৃতী হিন্দুদের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়ে লুঠপাট চালালো। দুষ্কৃতীরা ষাটোর্দ্ধ বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চা মহিলা কাউকে রেয়াত করেনি বলে জানিয়েছেন তিনি ।
শুভেন্দু অধিকারী শেয়ার করা ভিডিওতে একটি বাড়ির সামনে বেশ কিছু জমায়েত দেখা যায় । সেই ভিড়ের মাঝে কয়েকজনকে মাথায় ইসলামিক ফেজ টুপি এবং মুখ ভর্তি দাড়ি-গোফ বিশিষ্ট লোকজনও নজরে পড়ে । এক মহিলাকে আর্ত চিৎকার করে বলতে শোনা গেছে,’মহিলাদের গায়ে হাত তুলছে… দেখো হিন্দু বাড়িতে মুসলমানরা কিভাবে মারামারি করতে এসেছে… এভাবে মারামারি করে হিন্দুদের একবারে থাকতে দিচ্ছে না। বাড়ির উপরে এসে ইয়ে করতেছে… আপনারা দেখেন… মেয়েছেলের গায়ে হাত তুলছে । কিভাবে ভাঙছে দেখুন । আমরা থাকতে পারতেছি না… দেখেন । বাংলাদেশের মতো এখানেও হচ্ছে । দেখেন কি করতেছে দেখেন । বাভোনিয়া(লোহাপুঞ্জি)… দেখেন ।’
মহিলা একথা বলার পর তুমুল হট্টগোল শুরু হয়ে যায় । সেই সময় ফেজ টুপি পড়া এবং মুখে দাড়ি বিশিষ্ট এক মধ্যবয়সী মুসলিমকে অন্য এক হিন্দু মহিলার হাত ধরে ধস্তাধস্তি করতে দেখা যায় এবং শেষে তাকে ঠিলে ফেলে দেয়। এরপর মহিলা চিৎকার করে বলেন,’মেয়ে ছেলেদের থাকতে দিচ্ছে না… দেখুন ।’ ভিডিওতে বাঁশ দিয়ে ঘেরা কিছু জায়গা ভাঙচুরও করতে দেখা যায় । মহিলা বলেন,’দেখুন কিভাবে ভাঙচুর করছে ।’ ভিডিওতে এক যুবকের মাথা দিয়ে রক্ত গড়াতে দেখা গেছে । আতঙ্কিত মহিলা চিৎকার করে বলেন,’দেখুন কিভাবে মারছে ।’ ভিডিওতে একজন অজ্ঞাত ব্যক্তিকে কাঠের টুকরো দিয়ে ভিড়ের মধ্যে নির্মমভাবে পেটাতে দেখা যায় । এরপর মহিলা প্রচন্ড জোরে আর্ত চিৎকার করে বলেন, এটা বাংলাদেশ পেয়েছেন নাকি ?’ কাঁদতে কাঁদতে ফের তিনি বলতে শুরু করেন, মেয়ে ছেলের গায়ে হাত তুলছে । একটা মেয়ে ছেলের বাচ্চা পেটে আছে সেই অবস্থায় তাকে মারছে। আমরা থাকতে পারতেছি না ।’
এরপরে তিনি ঘরে ঢুকে একজন রক্তাক্ত যুবককে দেখিয়ে বলেন,’দেখুন এই ছেলেটার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।’আতঙ্কে যুবকের চোখ বিস্ফোরিত অবস্থায় দেখা যায় । পাশেই একটি শিশু আতঙ্কে কেন্দ্রে ওঠে । মহিলা কাঁদতে কাঁদতে বলেন, ‘বাংলাদেশের পর আমাদের এখানেও শুরু হয়েছে । লোহাপুঞ্জি বাভোনিয়া গ্রাম এটা ।’ ভিডিওতে একটা অ্যাম্বুলেন্স দেখা যায় । অ্যাম্বুলেন্স-এর গায়ে লেখা ছিল ‘গোকুল রায়ের অর্থানুকূল্যে’ । পরে হাসপাতালে বেশ কয়েকজন আহত মহিলা ও পুরুষকে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বসে থাকতে দেখা যায় । আহতদের মধ্যে এক বৃদ্ধা এবং একজন বৃদ্ধকে দেখা গেছে । বৃদ্ধা তার কাপড় দেখিয়ে জানান যে হামলাকারীরা তারও কাপড় ছিঁড়ে দিয়েছে । বৃদ্ধ জানান, তার বুকে মেরেছে হামলাকারীরা । এক অল্প বয়সী হিন্দু গৃহবধু ক্যামেরার সামনে তার ছেঁড়া শাড়ি দেখান । বধূ জানান যে তার মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে । ভিডিওতে বলা হয়েছে যে একজন মহিলার সোনার চেইন ছিনতাই করে নেওয়া হয়েছে । যিনি তার মোবাইলের ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করছিলেন তিনি বলেন,’একজন গর্ভবতী মহিলাকেও মেরেছে । শাড়ির অবস্থা কি করেছে! একজন গর্ভবতী মহিলা তাকেও মেরেছে । জানুয়ারি দুই তারিখের ওই মহিলার প্রসবের দিন ঠিক হয়েছে ।’
ঘটনার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর বাংলাদেশ ধাঁচের হামলা হচ্ছে। এবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত লোহাপুঞ্জির বাভনিয়া গ্রামে বিনা উসকানিতে একদল দুর্বৃত্ত হিন্দুদের ওপর হামলা ও লুটপাট করেছে। দুর্বৃত্তরা ৬০ বছরের নারী এমনকি শিশুসহ কাউকে রেহাই দেয়নি। এক গর্ভবতী মহিলার উপর হামলা হয়েছে। এক ব্যক্তিকে এত নির্মমভাবে মারধর করা হয় যে তার মাথা ফেটে যায়। ভিডিওতে দেখা যায় হিন্দু পরিবারের ওপর নৃশংস হামলা।’ তিনি আরও লিখেছেন,:পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতির শিকার হচ্ছে। আমি ডিজিপি পশ্চিমবঙ্গ পুলিশকে জোরালো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতে চাই যাতে অপরাধীরা একই রকম পুনরাবৃত্তি করার কথা ভাবতেও না পারে। ইন্ডিয়া এনএইচআরসি এবং এনসিডব্লিউ ইন্ডিয়া টিমের উচিত গ্রামে পরিদর্শন করা এবং ঘটনাটি নোট করা। কি ঘটেছে তার একটি প্রথম হাতের হিসাব তাদের থাকতে হবে।’ তবে ঠিকই কারণে এই হামলা হল তার কোন কারণ জানা যায়নি । বিরোধী দলনেতা সেই বিষয়ে কিছু লেখেননি ।।