এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ জুন : বাংলাদেশের বগুড়ার গাবতলীতে নিজের চাচির স্নানের ভিডিও গোপনে রেকর্ড করে পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে রিপন মিঁয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী । সোম ও মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে উপজেলার রামেন্দ্রপুর এলাকার চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। ধৃত রিপন মিয়া চকমল্লা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে । গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
জানা গেছে, কয়েকদিন আগে রিপন তার চাচির স্নানের দৃশ্য মোবাইল ফোনে গোপনে রেকর্ড করে রাখে । পরে সেই ভিডিওর স্ক্রিনশট দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে ব্ল্যাকমেল করে চাচিকে সহবাসে বাধ্য করে ।
পরে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন রিপন মিঁয়ার চাচি । অভিযোগ পেয়ে সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার সাব্বিরের নেতৃত্বে চকমল্লা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একটি কৃষি খামার থেকে রিপনকে ধরা হয়। জিজ্ঞাসাবাদে রিপন নিজের অপরাধ কবুল করে । তবে তার সাফাই হল, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরেই সে এই কাজ করেছে ।।

