এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ সেপ্টেম্বর : চার দিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার তিনি রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান । রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনারের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয় । পরে রাজ ঘাটে পুষ্পস্তবক অর্পণ করেছেন শেখ হাসিনা । এরপর দুপুরের দিকে দিল্লির হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হয় । সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ৭ সমঝোতা স্মারক সই হয়েছে ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারত সবসময়ই আমাদের ভালো অংশীদার। আমি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ইতিবাচক আলোচনার অপেক্ষায় আছি। যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ভারত এবং ভারতের জনগণ আমাদের সমর্থন করেছিল, আমি সেই সময়ে ভারতের অবদানকে ধন্যবাদ জানাই ।’ তিনি আরও বলেন,’জনগণের সমস্যা সমাধান, দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনীতির উন্নয়নই আমাদের অগ্রাধিকার । আমি মনে করি যদি আমরা উভয় দেশ এই বিষয়গুলি নিয়ে কাজ করি তাহলে কেবল ভারত এবং বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়া জুড়ে মানুষ একটি উন্নত জীবন পেতে পারে ।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রশংসা করে বলেন,’আজ বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এই অঞ্চলে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদারও । আমাদের ঘনিষ্ঠ সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্কও ক্রমশ বৃদ্ধি পেয়েছে ।’
এদিন ভারতের শিল্পপতি গৌতম আদানির সঙ্গেও কথা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার । এই সাক্ষাৎকারের বিষয়ে আদানি টুইটারে লিখেছেন,’দিল্লীতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করা গর্বের বিষয়। বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক এবং তিনি অত্যাশ্চর্য রকম সাহসী । আমরা আমাদের১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ১৬ ডিসেম্বর ২০২২ বিজয় দিবসের দিন ট্রান্সমিশন লাইন বাংলাদেশকে উৎসর্গ করবো ।’
জানা গেছে,এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন । বুধবার ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নমন্ত্রী জি কিষাণ রেড্ডি ও নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করবেন হাসিনা । একইদিন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর । চার দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরে যাবেন শেখ হাসিনা ।।