এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৭ মে : মুসলিম রাষ্ট্র পাকিস্তানের মতই বাংলাদেশেও ইসলামি সন্ত্রাসবাদ ক্রমশ নিজের ভিত মজবুত করছে ৷ দু’দেশেই দ্রুত হারে বাড়ছে কট্টর ইসলামি মৌলবাদীর সংখ্যা । তবে কিছুটা হলেও সন্ত্রাসবাদী সংগঠন ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখাচ্ছে শেখ হাসিনা সরকার । আজ রবিবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহর ও বহদ্দারহাট এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কুখ্যাত সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ । ধৃতরা হল সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি তথা পৌর কাউন্সিলর মোহাম্মদ রায়হান ও উপজেলা ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি নিজাম উদ্দিন। রায়হান নাশকতাসহ ৩৩ টি মামলার এবং নিজাম ১২ টি মামলার আসামি । তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল । এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের পাকড়াও করে ।
প্রসঙ্গত,বাংলাদেশ জামায়াতে ইসলামী আদপে পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটি শাখা এবং মিশরের সন্ত্রাসবাদী সংগঠন মুসলিম ব্রাদারহুড-এর আদর্শ অনুসরণ করে । তাদের লক্ষ্য বাংলাদেশে ইসলামি শরিয়া আইন লাগু করা । নাশকতামূলক কাজকর্ম চালানোর জন্য ২০১৩ সালের পয়ল আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকার কেড়ে নেয় ।।