এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ নভেম্বর : বাংলাদেশে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু বৃদ্ধকে নৃশংসভাবে গলার নলি কেটে খুন করল মুসলিম প্রতিবেশী ৷ ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ নভেম্বর ২০২৪) দুপুরে বাংলাদেশের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে । নিহত বৃদ্ধের নাম ক্ষীতিশ গাইন (৬৫) । ঘাতক মহম্মদ সকিনুর শেখ (৪২) পলাতক । চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের সূত্রে জানা গেছে, জমি কেনাবেচা নিয়ে একই গ্রামের বাসিন্দা মহম্মদ সকিনুর শেখের সঙ্গে কিছুদিন ধরে ঝামেলা চলছিল বৃদ্ধ ক্ষীতিশ চন্দ্র গাইনের । আসলে বৃদ্ধের একটা জমি কিনেছিল একই গ্রামের বাসিন্দা সকিনুর । কিন্তু আর্থিক লেনদেন হলেও ক্রেতা জমির দলিল পায়নি । এনিয়ে সে ক্ষিপ্ত ছিল । মিমাংসার জন্য বুধবার সকালে এনিয়ে গ্রামে সালিশিসভা হয় । সেখানে সিদ্ধান্ত হয় এক সপ্তাহের মধ্যে জমির দলিল করে দেওয়া হবে । ক্ষীতিশ চন্দ্র মেনেও নিয়েছিলেন । কিন্তু ওইদিন দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঘাতক মহম্মদ সকিনুর হঠাৎ ক্ষিতিশের বাড়িতে যায় । সেই সময় বাড়িতে ছিল বৃদ্ধের বছর সাতেকের এক নাতনি । তার সামনেই সঙ্গে নিয়ে আসা একটা ছুরি দিয়ে ক্ষিতিশের গলার নলি কেটে দিয়ে পালিয়ে যায় সকিনুর। এরপর স্থানীয়রা ক্ষীতিশ গাইনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধর করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার আগেই মৃত্যু হয় বৃদ্ধের ।
জানা গেছে,বৃদ্ধের এক ছেলে ও এক মেয়ে । দু’জনেই বিবাহিত । বাড়িতে রয়েছেন স্ত্রী, ছেলে,পুত্রবধূ ও নাতনি । মৃত বৃদ্ধের মেয়ে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে বলেছেন,’আমাদের বাবা জনমজুরের কাজ করে অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন । কারোর সঙ্গে আমাদের বাবার কোনো বিরোধ ছিল না । জমি কেবাবেচা নিয়ে যে বিরোধ হয়েছিল সালিশি সভায় পঞ্চভদ্রের সিদ্ধান্ত বাবা মেনেও নিয়েছিলেন । তারপরেও বাবাকে সকিনুর শেখ কেন বাবাকে কেন নৃশংসভাবে খুন করল বুঝতে পারছি না ।’।