এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ জুন : ক্ষতিপূরণের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন বাংলাদেশের এক মুসলিম তরুনী ৷ বাংলাদেশের সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘটনা । শনিবার (১৪ জুন) সকাল থেকে রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামের দীনেশ চন্দ্র মাহাতোর ছেলে প্রেমিক উজ্জ্বল চন্দ্র মাহাতোর বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন প্রেমিকা তানজিলা আক্তার । তরুনীর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় ।
জানা গেছে,একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তানজিলা ও উজ্জ্বল । সেখানেই দু’জনের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে । ক্রমে শারিরীক শারীরিক সম্পর্ক হয়। তানজিলা আক্তারের অভিযোগ,’উজ্জ্বল চন্দ্র ইসলামে ধর্মান্তরিত হয়ে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় । বিগত দুই বছরে একাধিক বার আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এছাড়া মোটরসাইকেল কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছে। সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন।
অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি আমার সঙ্গে অসংখ্যবার শারীরিক সম্পর্ক করেছেন। তিনি আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে ক্ষতিপূরণের জন্য অনশন শুরু করেছি।’এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র মাহাতোর বক্তব্য জানা যায়নি ।।

