এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মে : কলকাতায় এসে নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম । কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনের এক ফ্ল্যাট থেকে পুলিশ তার রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করেছে বলে জানা গেছে । কিন্তু এখনো অধরা মৃতদেহ । নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিজ্ঞাসাবাদে তারাই জানায় যে সাংসদের লাশ আছে সঞ্জিভা গার্ডেনে। সেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে । পরে ওই ফ্ল্যাটে মেলে রক্তাক্ত জামাকাপড় । এদিকে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে যে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া একজন ক্যাবচালক জানিয়েছে, এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং মৃতদেহ খণ্ডবিখণ্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে । কলকাতার বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা বলেন, ‘ক্যাব চালক স্বীকার করেছে, ১৩ মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দেওয়া হয়েছে।’
কলকাতা পুলিশের কর্মকর্তারা বলেছেন, যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে; সেটি পুলিশ ঘিরে রাখ হয়েছে। সেখানে কাউকে এখনও ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের সূত্র বলেছে, সিসিটিভি ফুটেজে ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে দেখা গেছে। তাদের মধ্যে একজন মহিলা । তবে ওই তিনজনকে সেখান থেকে বের হতে আর দেখা যায়নি । বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ
হাছান মাহমুদও বলেছেন, ‘এমপি আনার সাহেবের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে কোনো লাশ মেলেনি। তবে হত্যাকাণ্ডের পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবিও গ্রেফতার করেছে, কলকাতা পুলিশও দুজনকে গ্রেফতার করেছে। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে ।’
এদিকে জানা যাচ্ছে যে কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করবেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন । আজ বুধবার দুপুরে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন, হারুন অর রশীদ বলেন, একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড কখনো মেনে নেয়া যায় না। আমরা কলকাতা পুলিশের সঙ্গে মিলে হত্যাকারীদের ধরতে কাজ করছি। এরইমধ্যে আমাদের হাতে কয়েকজন আছে। তাদের থেকেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। সে বিষয়ে নিয়ে আমরা কাজ করছি। এ সময় এমপির মেয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করবেন বলেও জানান তিনি। এ সময় হত্যাকাণ্ডে বাংলাদেশিদের জড়িত থাকার তথ্য দিলেও বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনোয়ারুল আজিম । ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি।।