এইদিন ওয়েবডেস্ক,নড়াইল(বাংলাদেশ),২৯ ডিসেম্বর : হিন্দু বধূকে গনধর্ষণের পর মুখে বিষ ঢেলে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত জামাত ইসলামি জঙ্গি ফারুক মোল্লাকে নড়াইল সদর থানা পুলিশ গ্রেফতার করেছে । বাকি জঙ্গিরা এখনো অধরা । গত ২৪ ডিসেম্বর বসনা মল্লিককে (৪৬) পাওনা টাকা দেওয়ার অছিলায় ফোন করে নিজের বাড়িতে যেতে বলেছিল মোক্তার মোল্লা নামা জামাত ইসলামির এক জঙ্গি । মহিলা সেখানে যেতেই মোক্তার ও ফারুকসহ তার বেশ কয়েকজন সহযোগী মিলে তার উপর উপর্যুপরি যৌন নির্যাতন চালায় । সেই অশ্লীল ভিডিও মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রেখে তা দেখিয়ে ব্লাকমেলিং শুরু করে । মহিলার কাছে ফারুকরা ২ লক্ষ টাকা দাবি করে৷ বাসনাদেবী টাকা দিতে অস্বীকার করে ঘটনার কথা প্রকাশ করে দেবেন বলে হুঁশিয়ারি দিলে জোর করে তার মুখে তরল কীটনাশক ঢেলে দেয় ওই জঙ্গিরা ।
এদিকে বাসনা মল্লিক পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে ফিরে এই ঘটনা ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে ২৫ ডিসেম্বর বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় ।
ঘটনাটি ঘটেছে মোক্তার মোল্লার বাড়িতে । মোক্তার ও ফারুক ছাড়াও রাজিবুল,ওসমান, শফিকুলসহ আরও কয়েকজন জামাত ইসলামি জঙ্গি এই মামলার আসামি ৷ নিহত গৃহবধূর বাসনা মল্লিক নড়াইল জেলা সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য ও একই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা নেপাল মল্লিকের স্ত্রী । তার এক মেয়ের বিয়ে হয়ে গেছে৷ বাড়িতে রয়েছেন স্বামী,ছেলে ও বিধবা শাশুড়ি । এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত মহিলার পরিবার৷।