এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজ,০৩ মে : ভারত-পাকিস্থান অশান্তির মাঝেই পায়ে পা লাগিয়ে যুদ্ধ বাধাতে চাইছে বাংলাদেশ । দুই গরু পাচারকারীকে ছাড়াতে ভারতের সীমানায় ঢুকে ২ জন ভারতীয় কৃষককে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি । শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মল্লিকপুর বিওপির অনন্তপুর এলাকায় ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু যখন নিজেদের জমিতে কৃষিকাজ করছিলে তখন বিজিবি ভারতের সীমানায় ঢুকে তাদের তুলে নিয়ে যায় । ওই দুই কৃষকের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুরে। দীর্ঘ বৈঠকের পর তাদের ফেরাতে সক্ষম হয় বিএসএফ।
এর আগে মাসুদ (২২) ও এনামুল (৪৬) নামে দুই বাংলাদেশি গরুপাচারকারীকে পাকড়াও করে বিএসএফ। ওই দুই দুষ্কৃতী অবৈধভাবে কাঁটাতারের বেড়া টপকে ভারতে ঢুকে পড়েছিল । যদিও অল্প সময়ের মধ্যেই তারা বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায় । এরপরেই অনন্তপুর এলাকায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কাজ করা ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু নামে দুই কৃষককে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মাঠ থেকে তুলে নিয়ে যায় বিজিবি । ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের ৯১ ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তারা। কেন দুই ভারতীয়কে এভাবে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যেয় বিএসএফ ও বিজিবি-র মধ্যে সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয়।সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠকের পর রাত সাড়ে ৮টার দিকে উভয় দেশের নাগরিকদের আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত,মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলি বাংলাদেশের শাসন ক্ষমতা বেআইনিভাবে কুক্ষিগত করার পর থেকেই ব্যাপক ভারত বিদ্বেষী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে সেদেশে। সীমান্ত দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে ভারত কাঁটাতারের বেড়া দিতে গেলে বাংলাদেশের বাধার মুখে পড়তে হচ্ছে । ফলে সীমান্তে প্রায়ই উত্তেজনা ছড়াচ্ছে । এদিকে কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্থানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে । আর এই পরিস্থিতিতে ভারতের সাথে যুদ্ধ বাধিয়ে পাকিস্তানকে সুবিধা করে দিতে চাইছে মহম্মদ ইউনূস ও তার সমর্থনকারী ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি ।।

