এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৭ মে : ফারাক্কা বাঁধে যেকোনো হামলা প্রতিহত করতে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতীয় সেনাদের মক ড্রিল। গুরুত্বপূর্ণ স্থানটিতে সন্ত্রাসবাদের ঘটনা ঘটলে, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের একত্রে কাজের কৌশলগত দিক পরীক্ষা করা হয় মহড়ায়। আর এতে চরম আতঙ্কিত সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের দোসর বাংলাদেশ ।
জানা গেছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের সংযোগকারী ফরাক্কা ব্যারাজ অঞ্চলকে সুরক্ষিত করতে মাল্টি এজেন্সি মক এক্সারসাইজের আয়োজন করা হয়। ফারাক্কা বাঁধের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআইএসএফ)। তবে তাদের সঙ্গে মহড়ায় আরো অংশ নেন বিএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা। ভারত-পাকিস্তকান যুদ্ধ আবহে এর আগে ভারত-বাংলাদেশ সীমান্তে ফরাক্কা ব্যারেজ ও ব্যারেজ সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছিল কর্তৃপক্ষ ।
মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজ অতি স্পর্শকাতর এলাকা। সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে ভারতের ভেতরে অভ্যন্তরেও বিপদের আশঙ্কা রয়েছে। সেই অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় ফারাক্কায় এই সামরিক মহড়া বলে জানা গেছে।।

