এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ মে : ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি অনৈতিকভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশের শাসন ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই পাকিস্তানের দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করছে । ইসলামি মৌলবাদীদের সফট টার্গেট হয়ে গেছে সেদেশের সংখ্যালঘু হিন্দুরা । ইসলামি জিহাদিরা প্রতিনিয়ত হিন্দু ধর্ম ও দেবদেবীদের অবমাননা করলেও বাংলাদেশের পুলিশ চোখ বন্ধ করে বসে থাকে । কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু যুবকরা পালটা ইসলাম নিয়ে মুখ খুললেই হয় তাদের জিহাদিদের হাতে প্রাণ হারাতে হয়, নচেৎ তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় । হিন্দুদের জব্দ করতে ধর্মনিন্দার অভিযোগকে হাতিয়ার করছে বাংলাদেশের মৌলবাদীরা ।
ফের এক হিন্দু যুবককে ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করল বাংলাদেশের পুলিশ । ওই হতভাগ্য যুবকের নাম বিকাশ ধর দীপ্ত । তিনি মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলার মারকোনা গ্রামের বাসিন্দা সুধীর ধর এর ছেলে।বিকাশ ধর দীপ্ত সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। জামাত ইসলামি, হিযবুত ও বিএনপির প্রভৃতি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের প্রতি কটুক্তির অভিযোগ তুলেছিল । সেই অভিযোগের ভিত্তিতে বুধবার (১৪ মে) রাতে শেরপুর আবাসিক এলাকায় ভাড়া বাড়ি থেকে ওই হিন্দু পড়ুয়াকে তুলে নিয়ে যায় পুলিশ । মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মহম্মদ মাহবুবুর রহমান তার গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন । বিকাশ ধর দীপ্তকে আদালতে তোলা হলে কার্যত বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত,ইসলামি মৌলবাদী মহম্মদ ইউনূসের নেতৃত্বে জামাত ইসলামি, হিযবুত ও বিএনপির প্রভৃতি কুখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলির হাতে শাসন ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশে ইসলামি শরীয়া শাসন লাগু করার তোড়জোড় শুরু হয়েছে । বাংলাদেশের বহু জায়গায় বাজারে মেয়েদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর । মেয়েদের বোরখা বাধ্যতামূলক করা হয়েছে । এক্ষেত্রে অমুসলিম মেয়েদের পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না । সম্প্রতি বাংলাদেশের দুই তরুনীকে প্রকাশ্যে প্যান্টের বেল্ট দিয়ে নির্মমভাবে মারধর করা হয় । মেয়েদুটির অপরাধ ছিল যে তারা বোরখা না পরে শালোয়ার কামিজ পড়েছিলেন । আর সেই অপরাধে বাংলাদেশের ইসলামী জঙ্গি দল, এনসিপি সন্ত্রাসীরা তালিবানের কায়িদায় “মাঠ শাস্তি” দেয় । ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ।।

