এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ মে : এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবান যেমন অনৈতিকভাবে আফগানিস্তানের দখল নিয়েছিল, ঠিক একই কায়দায় বাংলাদেশের দখল নিয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলি । শাসন ক্ষমতা কুক্ষিগত করার পর এখন তারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো গড়ে তুলতে চাইছে । আস্তে আস্তে ইসলামী শরিয়া শাসন লাগু করা হচ্ছে বাংলাদেশে । তারই প্রতিফলন দেখা গেল বাংলাদেশের ৬ অভিনয়শিল্পী ও তিন নির্মাতার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় ৷‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি- ২০২৫’-এ অংশগ্রহণের সময় ওই ৬ অভিনয়শিল্পী ও তিন নির্মাতা ইসলামী রীতি মেনে পোশাক না পরার সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ জাকির হোসেন ‘লিগ্যাল সাপোর্ট’ নামে একটি ল’ফার্মের পক্ষ থেকে তাদের এই নোটিশ পাঠান।নোটিশে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নির্মাতা ও মেন্টর প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নীলা ও আলিশা।
জাকির হোসেনের পাঠানো নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, যা পরিবারের সবাই মিলে উপভোগ করে থাকেন। আর সেলিব্রিটিদের অংশগ্রহণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সাধারণ মানুষের আগ্রহ আরও বেশি থাকে। তবে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৫’-এর কিছু অংশগ্রহণকারীর পোশাক এবং আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, যা দর্শকদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে অভিযোগ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, কিছু অভিনেত্রী খেলার সময় শালীনতা বজায় না রেখে ছোট পোশাক পরেছেন এবং অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অভিনেত্রী মারুফা আক্তার জামানের এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো?’—এই মন্তব্যে নোটিশদাতা বিষয়টিকে আরও গুরুতরভাবে দেখছেন।
নোটিশে আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতে এমন আয়োজনে অংশগ্রহণকারীদের পোশাক ও আচরণ যেন সামাজিক শালীনতার মধ্যে থাকে। এতে সমাজে অশ্লীলতার বিস্তার রোধ হবে এবং খেলাধুলার প্রতি মানুষের ইতিবাচক আগ্রহ বাড়বে বলে দাবি করা হয়েছে।বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নোটিশটি আমি এখনও হাতে পাইনি। এটা পাওয়ার পর এ বিষয়ে বলতে পারব।’ অন্যদিকে মোস্তফা কামাল রাজ বললেন, ‘নোটিশের বিষয়ে আমি অবগত নই। বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না।’
প্রসঙ্গত, এবারের বাংলাদেশের ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর আসরে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। এ দলে খেলেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ আরও অনেকে। দলটির মেন্টর ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।।

