এইদিন স্পোর্টস নিউজ,২৭ ফেব্রুয়ারী : টানা দুই ম্যাচ হারে অনেক আগেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল। তবে আজ বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আর হারতে হয়নি নাজমুল হোসেন শান্তদের। বৃষ্টির জন্য রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। কুড়িয়ে পাওয়া একটা পয়েন্ট নিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষ হলো। তবে পারফরম্যান্স শিঁকেয় উঠলেও, হিসাব যখন ডলারের, খালি হাতে ফিরছেন না নাজমুল হোসেন শান্তরা। কোনো ম্যাচ না জিতেই আইসিসি থেকে পুরষ্কার পাচ্ছেন কোটি টাকা।
টুর্নামেন্টে প্রাপ্তির খাতায় কোনো জয় না থাকলেও আজ এক পয়েন্ট পাওয়ায় গ্রুপ পর্বে তিন নম্বরে থেকে চ্যাম্পিয়নস ট্রফির শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে (-০.৪৪৩) পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকায় ‘এ’ গ্রুপে সবার নিচে চার নম্বরে (-১.০৮৭) পাকিস্তান ।
তবে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ জয় না পেলেও আইসিসি থেকে যে নাজমুল হোসেনরা অন্তত ২ লাখ ৬৫ হাজার ডলার, বা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২০ লাখ টাকা পাবেন – সে তো টুর্নামেন্টের আগেই জানা ছিল। আজ এক পয়েন্ট পাওয়ার পর যা সমীকরণ দাঁড়াচ্ছে, তাতে কুড়িয়ে কিছু বাড়তি ডলারও পাওয়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সে ক্ষেত্রে করাচিতে অন্য গ্রুপে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে ।
টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি প্রকাশিত টুর্নামেন্টের প্রাইজমানি অনুযায়ী, প্রতিটি দল শুধু চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্যই পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (১ কোটি ৫১ লাখ টাকা)। আর পয়েন্ট তালিকার পঞ্চম ও ষষ্ঠ হিসেবে শেষ করা দল দুটি পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে । এছাড়া সপ্তম ও অষ্টম হয়ে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে।
আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ কোনো জয় না পেলেও সপ্তম বা অষ্টম হলেই অন্তত ২ লাখ ৬৫ হাজার ডলার (বাংলাদেশের মূদ্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা) পাওয়া নিশ্চিত ছিল। কিন্তু আজ বৃষ্টির কারণে এক পয়েন্ট পাওয়ার পর এই মুহূর্তে আট দলের মধ্যে বাংলাদেশ আছে ষষ্ঠ স্থানে। পাকিস্তান ১ পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে, তারা আছে সাত নম্বরে। আর আট নম্বরে থাকা ইংল্যান্ড তো এখনো দুই ম্যাচে কোনো পয়েন্টই পায়নি।
ব্যাটে-বলে তো তেমন কিছু করে দেখাতে পারল না, এখন ডলারের হিসেবে বাংলাদেশ বাড়তি কিছু পাবে কি না, সেটা নির্ভর করবে আগামী ১ মার্চ সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের ওপর। সেই ম্যাচে সাউথ আফ্রিকা জয় পেলেই বাংলাদেশ পয়েন্ট তালিকায় ষষ্ঠ দল হয়ে টুর্নামেন্ট শেষ করবে। সেক্ষেত্রে আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী বাংলাদেশ পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা)। ফলে অংশগ্রহণ ফি ও ষষ্ঠ স্থানে শেষ করায় বাংলাদেশ সর্বমোট পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।
তবে সাউথ আফ্রিকার বিপক্ষে যদি ইংল্যান্ড জেতে? তাহলে তো পয়েন্টেই বাংলাদেশ ও পাকিস্তানকে ছাড়িয়ে ষষ্ঠ হয়ে যাবে ইংল্যান্ড। আর সে ম্যাচও যদি বৃষ্টির কারণে পণ্ড হয়? তাহলে ইংল্যান্ড ১ পয়েন্ট পেলেও রানরেটের (-০.৩০৫) হিসেবে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় ষষ্ঠ হয়ে যাবে। তখন বাংলাদেশ সপ্তম স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করবে। অর্থাৎ, ইংল্যান্ড হেরে যাওয়া মানেই বাংলাদেশের জন্য পড়ে পাওয়া চোদ্দ আনা ২ লাখ ১০ হাজার ডলার বেড়ে যাবে।।