এইদিন স্পোর্টস নিউজ,১৭ জানুয়ারী : আইসিসি -এর ভারতীয় কর্মকর্তাকে ভিসা দিল না বাংলাদেশ ।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ জটিলতার সৃষ্টি করলে আলোচনার জন্য আইসিসি-এর দুই সদস্যের প্রতিনিধি দলের ঢাকায় যাওয়ার কথা ছিল । ওই দলের এক সদস্য একজন ভারতীয়৷ অন্যজনকে ভিসা দিলেও ভারতীয় সদস্যকে ভিসা দেয়নি বাংলাদেশ সরকার । সম্প্রতি ভারতের ভিসা জটিলতার মুখে পড়তে হয়েছে আমেরিকা ও ব্রিটেনের পাকিস্তানি বংশভূত কিছু খেলোয়াড়দের৷ বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস তারই প্রতিশোধ নিলেন বলে মন্তব্য করছেন কেউ কেউ । এদিকে ভারতীয় প্রতিনিধিকে ভিসা না দেওয়ায় আজ শনিবার (১৭ জানুয়ারি) একাই ঢাকায় যাচ্ছেন আইসিসি-এর একজন প্রতিনিধি ।
বাংলাদেশের হিন্দুদের একের পর এক খুনের ঘটনায় ভারতের হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ২৭ বছরের হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় কলকাতা নাইট রাইডার্স যে বাংলাদেশি খেলোয়াড়কে ৯.২০ কোটি টাকায় কিনেছিল তাকে বিদেয় করে দেওয়ার জন্য প্রবল চাপের সৃষ্টি হয় । শেষ পর্যন্ত বিসিসিআই-এর নির্দেশে ওই বাংলাদেশি খেলোয়াড়কে সরাতে বাধ্য হয় অভিনেতা শাহরুখ খানের দল । এরপর থেকেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলানোর বায়না শুরু করেছে বাংলাদেশ । যদিও আইসিসি তাদের স্পষ্ট জানিয়েছে যে ভেন্যু পরিবর্তন করতে হলে তাদের ভারতের মধ্যেই করতে হবে, ভেন্যু পরিবর্তন পৃথক দেশে হবে না । যদিও এনিয়ে টানাপোড়েন অব্যাহত রেখেছে বাংলাদেশ ।
ভারতে খেলার বিষয়ে বাংলাদেশের আপত্তির কারন সরেজমিনে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি আলোচনার জন্য দুই সদস্যের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় আইসিসি । তবে বাংলাদেশ সরকার এক সদস্যের ভিসা মঞ্জুর করলেও আইসিসি এর ভারতীয় প্রতিনিধিকে ভিসা দিতে অস্বীকার করেছে । জানা গেছে, আইসিসির যে ভারতীয় কর্মকর্তার সফরে আসার কথা ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি। ফলে একাই ঢাকায় গেছেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রকাশিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচের ভ্যেনু কলকাতা ও মুম্বাইয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয় যে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলতে আগ্রহী নয়। এর পরিবর্তে গ্রুপ পুনর্বিন্যাস করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।।

