এইদিন স্পোর্টস নিউজ,২১ সেপ্টেম্বর : এশিয়া কাপ ২০২৫-এ অঘটন ঘটিয়ে দিল বাংলাদেশ ৷ বাংলাদেশ প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে । শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয়ের জন্য ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে।সাইফ হাসান (৬১) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের (৫৮) অর্ধশতকের সাহায্যে, চার উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। মিডল অর্ডারে অর্ধশতক করা শানাকা (৬৪) ছাড়া বাকি ব্যাটসম্যানরা তেমন কোনও বিশ্বাসযোগ্য ব্যাটিং পারফর্ম্যান্স দেখাতে পারেননি। নিসাঙ্কা ২২, কুশল মেন্ডিস ৩৪ এবং অধিনায়ক আসালঙ্কা ২১ রান করেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর ৩টি, মেহেদী হাসান ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।।