এইদিন স্পোর্টস নিউজ,২৪ মার্চ : আজ সোমবার সকালে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল । তাকে হাসপাতালে ভর্তি করা হলে হৃদযন্ত্রে স্টেন্টিং করা হয়েছে। হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে, তিনি পরিবারের ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের। তবে এখনো একেবারে শঙ্কামুক্ত নন তামিম, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে ৩৬ বছর বয়সী ক্রিকেটারকে। স্টেন্টিংয়ের পর এই ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বেশি সংবেদনশীল বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।
আজ ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে শাইনপুকুরের সঙ্গে ম্যাচে টসের কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। এরপর একবার কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ডাক্তার দেখিয়ে বিকেএসপিতে ফেরেন, তামিম তখন ঢাকায় ফিরে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। তবে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফেরার পর তামিমের শরীর আরও খারাপ হয়ে পড়ে, বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। এসময় তাঁর মুখ থেকে ফেনাও পড়ে বলে পরে জানিয়েছেন বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান।
মাঠে হেলিকপ্টারের ব্যবস্থা থাকলেও ওই পরিস্থিতিতে তামিম হেলিকপ্টারে করে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না।হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারান, মুখ দিয়ে তখন ফেনা বেরোতে থাকে, এমনকি পালসও ঠিক পাওয়া যাচ্ছিল না বলে জানা যায়। পরে দ্রুতগতিতে আবার বিকেএসপির পাশের কেপিজে হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাঁকে।
সেখানে এনজিওগ্রাম করে তামিমের হার্টে ব্লকের খোঁজ পাওয়ার পর দ্রুতগতিতে তাঁর স্টেন্টিংও করানো হয়। সে সময় হাসপাতালটির চিকিৎসাবিষয়ক পরিচালক ডা. রাজীব প্রেস ব্রিফিংয়ে জানান, তামিমের স্টেন্টিং ভালোভাবে হয়েছে। তাঁর হার্টের ব্লকটি এখন আর নেই। তবে তিনিই তখন জানিয়েছেন, ‘ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’।