এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ অক্টোবর : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর থেকে বাংলাদেশের ইসলামি মৌলবাদীদের নিদারুন নিপিড়নের শিকার হচ্ছে সেদেশের হিন্দুরা । লাখ লাখ হিন্দু সুস্থ জীবনের খোঁজে ভারতে পালিয়ে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । কিন্তু উভয় দেশের সীমান্তে নজরদারির কড়াকড়ির কারনে তারা ভারতে আসতে পারছে না । বাংলাদেশের সিরাজগঞ্জ সদরের এমনই এক হিন্দু পরিবার মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চোরাপথে ভারতে ঢোকার চেষ্টা করেছিল । কিন্তু তারা বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের হাতে ধরে পড়ে গেছে । ওই অসহায় পরিবারের সদস্যদের নাম মানিক ঘোষ (৩৭), মানিক ঘোষের স্ত্রী পুজা সাহা (৩০), মানিক ঘোষের মেয়ে নম্রতা ঘোষ (১২) ও পূজিতা ঘোষ (৩) এবং বাদল চন্দ্রের স্ত্রী অনিকা ঘোষ (৫৮)। অন্যদিকে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী নামাজীপাড়া এলাকা থেকে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া গ্রামের প্রমদ চন্দ্র রায়ের ছেলে খনিজ চন্দ্র (২৬), দুর্গা রায়ের ছেলে তপন রায় (২১), মিলন চন্দ্রের ছেলে ছন্দ রায় (২১) এবং কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭) বাংলাদেশের সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে যায় । আটক করা হয়েছে মোহম্মদ বেলাল হোসেন নামে একজন মানবপাচারকারী দলের পান্ডাকে ।
কিন্তু বাংলাদেশের সেনার বিরুদ্ধেও উঠছে গুরুতর অভিযোগ । কারন শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর সেদেশের হিন্দুরা ঘরবাড়ি, জমিজায়গা ফেলে ভারতে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা করছে । আর এই সুযোগে ভারতে দেদার ঢুকে পড়ছে বাংলাদেশের মুসলিমরা । কিন্তু বাংলাদেশের হিন্দুরা সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লেও এযাবৎ মুসিমদের ধরা পড়ার নজির খুব কম । সেই সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীদের একাংশ ধরা পড়ছে বিজেপি শাসিত দুই রাজ্য ত্রিপুরা ও আসাম পুলিশের হাতে । এখন প্রশ্ন উঠছে যে ভারতের জনবিন্যাসের পরিবর্তন ঘটাতে কি সন্ত্রাসী সংগঠনগুলির সাথে কাজ করছে বাংলাদেশের সেনা ?