এইদিন স্পোর্টস নিউজ,২০ ডিসেম্বর : বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে । ইসকনের নিরীহ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের কট্টর ইসলামি মৌলবাদী মহম্মদ ইউনূসের সরকার । চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা বহু হিন্দুকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে । দেশ জুড়ে হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলিমদের সীমাহীন অত্যাচার চলছে । অনেকে প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসছে । হয়ত দেশছাড়া হওয়ার আশঙ্কা কাজ করছিল বাংলাদেশের ক্রিকেট দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাসের মধ্যেও । তবুও তিনি সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে দেশের হয়ে নেতৃত্ব দিয়েছিলে । আর যে সাফল্য তিনি দেশকে এনে দিয়েছেন তা এক কথায় নজিরবিহীন । টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিয়েছেন লিটন দাস ৷ এই অভাবনীয় সাফল্যের পর লিটন দাসের নেতৃত্ব নিয়ে এখন ইতিবাচক আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে । লিটন জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব নিতে প্রস্তুত ।
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকতে চান না এমন গুঞ্জন শোনা যায়। তবে আফগানিস্তান সিরিজে নাজমুলই নেতৃত্ব দেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি চোটের কারণে খেলতে পারেননি। ফলে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের ভার পড়ে লিটনের কাঁধে।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে সিরিজ হারায়। কোচসহ দলের অনেকেই তার নেতৃত্বের প্রশংসা করেন। ম্যাচের পর সাংবাদিকদের তিনি জানান,’বিসিবি দিলে আমি অধিনায়কত্ব করতে রাজি আছি। দ্বিমত থাকার কথা না। আমি এটা উপভোগও করছি। বোলাররা ভালো বোলিং করলে উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা অনেক সহজ। আমাদের বোলাররা এখন নিজে থেকে জানে কীভাবে ফিল্ড ঠিক করতে হবে।’
এদিকে সিরিজে অধিনায়ক হিসেবে প্রশংসা পেলেও ব্যাট হাতে লিটন এখনো ফর্মে ফিরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে মাত্র ১৭ রান করেন তিনি। তবে নিজের ফর্ম নিয়ে কাজ করছেন এবং জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সহায়তার কথা উল্লেখ করেছেন। লিটন বলেন,’ব্যাটিং নিয়ে চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছি। স্যার ছোটবেলা থেকে আমাদের চেনেন। তাই স্যারের সঙ্গে কথা বললে ক্রিকেট-বিষয়ক অনেক সাহায্য হয়।’
নাজমুলের অনাগ্রহ এবং লিটনের সফল নেতৃত্ব একসঙ্গে মিলিয়ে বিসিবির জন্য টি-টোয়েন্টি অধিনায়কত্বে নতুন সিদ্ধান্ত নেওয়ার পথ খুলে দিয়েছে বলে মনে করা হচ্ছে । লিটনের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ নেতৃত্ব দিয়েছেন। তবে টি-টোয়েন্টিতে লিটনের ধারাবাহিক নেতৃত্ব নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, বিসিবি লিটনের প্রতি কতটা আস্থা রাখে এবং তিনি নিজের ব্যাটিং ফর্মে ফিরে নেতৃত্বের সঙ্গে পারফরম্যান্সেও উদাহরণ স্থাপন করতে পারেন কিনা।।