এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ আগস্ট : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রেহমান ও প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক ঢাকার সদরঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনকভাবে বিষয় হল যে তাদের অপরাধীদের মতো আচরণ করা হয়েছিল এবং দড়ি দিয়ে বাঁধা হয়েছিল । তাদের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে ।
এদিকে শেখ হাসিনা প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকে হিন্দুদের উপর জামাত ও বিএনপির জঙ্গিদের আক্রমণ অব্যাহত রয়েছে । বাংলাদেশে হিন্দুদের সর্বোচ্চ সংস্থা বলেছে, ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ৪৮টি জেলা মিলে অন্তত ২৭৮টি স্থানে হামলা ও হুমকির সম্মুখীন হয়েছে। শীর্ষ সংস্থা একে ‘হিন্দু ধর্মের উপর আক্রমণ’ বলে অভিহিত করেছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্যরাও সাম্প্রতিক দিনগুলোতে হামলা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘এ দেশে আমাদেরও অধিকার আছে, আমাদের জন্ম এখানে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী কয়েক দিনের সহিংসতার সম্মুখীন হয়। তাদের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়। তাদের সম্পত্তি ধ্বংস করা হয়। এখনো সমানে হিন্দুদের উপর হামলা চলছে বলে অভিযোগ । মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪)
বাংলাদেশের কুড়িগ্রাম রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের বাসিন্দা মুকুল চন্দ্র রায়ের পারিবারিক মন্দিরে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় জামাতের জঙ্গিরা। । হিন্দুদের একটা ফেসবুক পেজে আহ্বান জানানো হয়েছে,’এই মুহুর্তে একটাই দাবী, দয়া করে হিন্দু নির্যাতন বন্ধ করুন, হিন্দুদের বাঁচতে দিন।’।