এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৬ নভেম্বর : জামাত ইসলামি বা বিএনপির মত ইসলামি জঙ্গি সংগঠনগুলি নয়,এবারে খোদ বাংলাদেশের জিহাদি সেনার বর্বরোচিত নির্যাতনের শিকার হচ্ছে সেদেশের হিন্দুরা । মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের হাজারিগলিতে বেছে বেছে হিন্দুদের উপর সেনা হামলা চালায় বলে অভিযোগ । অমানবিকভাবে লাঠিচার্জ করা হয় । তাতে আহত হয়েছে বহু হিন্দু ছেলে-মেয়ে, নারী-পুরুষ । সিল করে দেওয়া হয়েছে হিন্দুদের দোকানপাট । হিন্দুদের উপর নির্যাতনের যাতে কোনো প্রমান না থাকে, সেই উদ্দেশ্যে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে । যদিও সিসিটিভি ভাঙা ও প্রথম দিকের হামলার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
জানা গেছে, ঘটনার সূত্রপাত ফেসবুকের একটা পোস্ট ঘিরে । চট্টগ্রামের কোতোয়ালি থানার অন্তর্গত হাজারিগলির মিয়া শপিং কমপ্লেক্সের ‘মোল্লা স্টোর’ নামে একটা দোকানের মালিম ওসমান মোল্লা তার ফেসবুক আইডি ‘ওসমান আলি’তে লিখেছিল, ‘ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ।’ এতে ক্ষুব্ধ হয়ে হিন্দুরা ওই দোকানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় । আর তখনই হিন্দুদের উপর হামলা চালায় স্থানীয় মুসলিমরা । ধারাল অস্ত্রের কোপে ও অ্যাসিড হামলায় বহু হিন্দু আহত হয়৷ পরে ঘটনাস্থলে আসে বাংলাদেশের সেনাবাহিনী ।
ঘটনার বিবরণে জানা গেছে,সেনার হস্তক্ষেপে মঙ্গলবার রাত ৮ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে । প্রশাসন ও স্থানীয় হিন্দু-মুসলিমদের বৈঠকে অভিযুক্ত মুচলেকা দিয়ে তার অপরাধ কবুল করলে পরিস্থিতি স্বাভাবিক হয় । কিন্তু হঠাৎ রাত ১০:২০ নাগাদ দসেনাবাহিনীর কনভয় এসে হাজারী গলি ও সিনেমা প্যালেস এলাকা ঘিরে ফেলে ।সেনাবাহিনী বিনা প্ররোচনায় হিন্দুদের বাড়িতে ঢুকে স্ত্রী পুরুষ নির্বিশেষে নির্মমভাবে মারধর শুরু করে । হিন্দুদের সোনারূপোর দোকানে সিলগালা করে দেওয়া হয়েছে । হামলার আগে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন স্থানে সিসিটিভি ভেঙ্গেছে। নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দু সংখ্যালঘুরা। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল । তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে । বর্তমানে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ।।