এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ জুন : ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় ৫০ হাজার ডলার সহায়তা দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ । ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)’-এর বৈঠকে এই ঘোষণা করেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মো. মনোয়ার হোসেন । তিনি তহবিল ঘাটতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,’টেকসই, অনুমানযোগ্য এবং পর্যাপ্ত তহবিল সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা দরকার । ফিলিস্তিনিদের সমর্থনের জন্য অস্থায়ী ভিত্তিতে ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছে। তবে শুধু আর্থিক সমর্থন প্রদান করা সমাধান নয়। এই সংকটের একমাত্র সমাধান হলো ১৯৬৭-এর পূর্ববর্তী সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান অর্জনের মাধ্যমে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো।’
উল্লেখ্য, ফিলিস্তিনি উদ্বাস্তুদের সহায়তা দিতে ১৯৪৯ সালে ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট’-এর প্রতিষ্ঠা হয় । এই সংস্থার অধীনে ৫৯ লাখ ফিলিস্তিনির নাম নথিভূক্ত রয়েছে । শনিবার বাংলাদেশের তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন স্বরূপ ২০১৮ সাল থেকে ইউএনআরডব্লিউএ-তে অনুদান দিয়ে আসছে বাংলাদেশ । শনিবারের সম্মেলনটি আহ্বান করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেশী ।।