এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ অক্টোবর : আজ বিশ্বকাপে ২৮ তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস । কলকাতার ইডেনে হতে চলা এই ম্যাচ দু’দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ । কারন উভয় দলের কাছেই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচ জেতা খুবই জরুরি । চলতি বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ১টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যেখানে জয় পেয়েছে বাংলাদেশ দল। যেখানে নেদারল্যান্ডসকে হারের মুখে পড়তে হয়েছে। টুর্নামেন্টে এটি দুই দলের ষষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে। এখন পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে মাত্র একটি করে ম্যাচে জিতেছে দুই দল। যেখানে বাকি ৪ ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছে ।
অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে পয়েন্টের নিরিখে লিগ টেবিলের শীর্ষে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয় স্থানে চলে গিয়েছে ভারত । দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচের মধ্যে ৫ টা ম্যাচে জয়লাভ করেছে। তাদের রান রেট +২.০৩২ । অন্যদিকে ভারতএখনও পর্যন্ত এই বিশ্বকাপ টুর্নামেন্টে ৫ টি ম্যাচ খেলেছে এবং ৫ ম্যাচেই তারা জয়লাভ করেছে । তবে নেট রানরেটে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া । শীর্ষ স্থান ধরে রাখার জন্য রবিবার(২৯ অক্টোবর ২০২৩) ইংল্যান্ডকে হারাতে হবে রোহিত শর্মার দলকে।
আজকে কলকাতার ইডেন গার্ডেন্সের খেলায় বাংলাদেশ দলের প্রথম একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস দলের প্রথম একাদশ :
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত এবং পল ভ্যান মিকেরেন ।।