এইদিন ওয়েবডেস্ক,নীলফামারী,১৮ জুন : মাঠ থেকে গরু আনতে যাওয়া ১১ বছরের হিন্দু মেয়েকে মুখ বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে । ঘটনাটি ঘটেছে রবিবার(১৫ জুন ২০২৫) বাংলাদেশের নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর বড়োভিটা সরকার পাড়া গ্রামে । মেয়েটি(১১) বড়োভিটা সরকার পাড়া গ্রামের বাসিন্দা এক হতদরিদ্র পরিবারের সন্তান । ধর্ষক মহম্মদ আমিনুল ইসলাম (৫৪) পাশের পূব খুটামারা গ্রামের বাসিন্দা ।
বাংলাদেশের হিন্দু নিউজ নামে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেলের প্রতিবেদনে জানা গেছে,রবিবার দুপুরে বাড়ির অদূরে মাঠে চড়া পারিবারিক পোষ্য গরু আনতে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি ৷ সেই সময় মহম্মদ আমিনুল ইসলাম পিছন থেকে এসে মেয়েটির মুখ বেঁধে পাশের সুপারি বাগানে তুলে নিয়ে যায় । এরপর সে তাকে ধর্ষণ করে । শুধু তাই-ই নয়,ধর্ষণের সময় মহম্মদ আমিনুল ইসলাম মেয়েটির হাতে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় । মেয়েটি যন্ত্রণায় ককিয়ে উঠলে বাগানের পাশে বাড়ি থেকে মহম্মদ রোকন ও কালটু নামে দুই যুবক তার আর্ত চিৎকার শুনে ছুটে আসে । এদিকে বেগতিক বুঝে পালিয়ে যায় মহম্মদ আমিনুল ইসলাম। ওই দুই যুবক আরও লোকজন ডেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় ।
মাঠে গবাদি পশু চড়ানোর সূত্রে নির্যাতিতা মেয়েটি মহম্মদ আমিনুল ইসলামকে চিনত । সে গ্রামবাসীর মাঝে তার নাম প্রকাশ করে । পরে ওইদিন বিকেল ৫টা নাগাদ নির্যাতিতা মেয়েটির বাবা কিশোরগঞ্জ থানার এফআইআর দায়ের করে । কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মহম্মদ আশরাফুল রহমান জানান, নির্যাতিতার জবাববন্দী নিয়ে অভিযুক্ত মহম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে । এইদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী করছেন এলাকাবাসী ও নির্যাতিতার পরিবার।।

