এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ নভেম্বর : বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ গ্রামের পালপাড়ায় দুটি টিউবওয়েলের জলে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৫ হিন্দু বাড়িতে সর্বস্ব লুটপাট চালিয়েছে দুষ্কৃতীদল । চেতনানাশক মেশানো জল পান করে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন । শনিবার (২ নভেম্বর) ভোর রাতে এই ঘটনার পর এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । অসুস্থরা হলেন,অসীম পাল (৩৫), আশীক পাল (৩০), সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস পাল (৩২)।
পরিবারের এক মহিলা অনিতা রানী পাল বলেন, শনিবার দিবাগত রাতে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাতে আমরা গভীর নিদ্রায় চলে যাই । সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সঞ্জয় কুমার পাল ও অসিম কুমার পাল বলেন, কেউ বা কারা আমাদের ২টি টিউবওয়েলের জলে চেতনানাশক মিশিয়ে দিয়েছিল । এই কারনে আমরা রাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি । সেকারণে রাতে আমাদের ঘরে যে দুষ্কৃতকারীরা লুটপাট চালাচ্ছে সেটা বুঝতেই পারিনি ।’ তার দাবি, সব মিলে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালপত্র লুটপাট হয়ে গেছে ।
ঘটনা প্রসঙ্গে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আসলাম আলী বলেন,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্তে গিয়েছিল। ওই পরিবারের দাবি পাঁচ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’।