এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ ডিসেম্বর : ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর কলকাতাতে হঠাৎ একটা ভুঁইফোড় সংস্থা গজিয়ে ওঠে । বাংলা ভাষার স্বঘোষিত রক্ষক ‘বাংলা পক্ষ’ নামে ওই ভুঁইফোড় সংস্থার কাজই হল এরাজ্যে কর্মসূত্রে থাকা হিন্দিভাষীদের মুখ থেকে বাংলা বের করা । সংস্থাটির প্রধান পান্ডা হল কলকাতা নিবাসী গর্গ চ্যাটার্জি নামে এক ব্যক্তি । রাজ্যের বিভিন্ন জেলায় অল্পবিস্তর সাঙ্গপাঙ্গও রয়েছে তার । আর তারা বিভিন্ন অফিস, বেসরকারি সংস্থায় বেআইনিভাবে ঢুকে পড়ে বহু উৎপাত করেছে ইতিমধ্যে ! সম্প্রতি শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই বিহারী ছাত্রকে মারধরের ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে যায় । শেষ পর্যন্ত বাংলা পক্ষের শিলিগুড়ির দুই পান্ডাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ ।
এবারে ওই সংস্থার সর্দার গর্গ চ্যাটার্জি বাংলা ভাষা শোনার জন্য বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের এ রাজ্যের স্বাগত জানালেন । তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম । ভিডিওটি পোস্ট করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । ভিডিওতে গর্গ চ্যাটার্জিকে বলতে শোনা গেছে, ‘বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে তার ভাষা বাংলা…হ্যাঁ কি না ? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে সে আয় করার জন্য শহরে আসবে গ্রামে যাবে না… হ্যাঁ কি না ? শহরে যদি বেশি করে বাংলা বলা মুসলামন ঢুকে যায় তাহলে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে…হ্যাঁ কি না ? এমন কোনও ওয়ার্ড এমন কোনও শহর এই বাংলার বুকে চেনেন যেখানে আগের থেকে বেশি বেশি বাংলা শোনা যাচ্ছে ? কী বুঝে গেলেন ? পরিষ্কার, চারটে প্রশ্ন, চারটে উত্তর ।’
প্রতিক্রিয়া তথাগত রায় লিখেছেন,’বিশ্বাস করতে পারেন ? বাংলাদেশী কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসাছাপ) দের পয়সা খেয়ে বাঙালি হিন্দুর সন্তান গর্ত চ্যাটার্জি পশ্চিমবঙ্গে আরো বেশি করে বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী ঢোকাবার পক্ষে ওকালতি করছে !’
আসলে মাকু বসু(প্যারোডি) নামে এক এক্স ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওটি রিপোস্ট করেছেন তথাগতবাবু । মাকু বসুর প্রতিক্রিয়া হল,’বাংলাদেশ থেকে কোটি কোটি অবৈধ মুসলমান ঢোকে তাদের ভাষা এক…….এখন সবাই ভাবুন। ওই অবৈধ বংআলীরা যদি বাংলায় ঢোকে, তাহলে বাংলার হাল কি হবে! ভাবুন, ভাবার প্র্যাক্টিস করুন।’
প্রসঙ্গত,’বাংলা পক্ষ নামের ওই সংস্থাটির বিরুদ্ধে প্রাদেশিকতার বিষ ছড়ানোর অভিযোগ উঠছে বহুদিন থেকে । কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে পারতপক্ষে কোন ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ ৷ এবার ওই গোষ্ঠীর সর্দার গর্গ চ্যাটার্জি সরাসরি কোটি কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের ঢোকানোর পক্ষে সওয়াল করায় বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক হামলার প্রেক্ষাপটে নেটিজেনরা ক্ষোভে ফুঁসছেন ।।